উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ
পদ সংখ্যা ৫৫০
স্মারক নং-মা/শি/ক/স্বাঃ/কে/২৮৫২৩৮৫,
নিয়োগ-০৩,
গভঃ রেজি.নং-১৭৯৬৫৪/০৮
১.পদের নাম ☞ কমিউনিটি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা ☞ বিএ/সমমান, নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরী করতে হবে।
বেতন-২৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ৯০ জন
২.পদের নাম ☞ পরিবার পরিকল্পনা পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচ.এস.সি/সমমান, নিজ ইউনিয়ন পর্যায়ে মেটানিটিক ক্লিনিক পরিচালনার মনমানসিকতা থাকতে হবে। বেতন-২৮,৫০০/-
পদ সংখ্যা☞ ১১০ জন
৩.পদের নাম ☞ ইউনিয়ন পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞এইচ.এস.সি/সমমান। কমিউনিটি ক্লিনিক পরিচালনা
করার দক্ষতা থাকতে হবে। বেতন-২৬,৫০০/
পদ সংখ্যা ☞ ১২০ জন
৪.পদের নাম ☞অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচএসসি / এসএসসি ইউনিয়ন অফিসে সকল কাজ করতে হবে।
বেতন ☞ ২১,৫০০/-
পদ সংখ্যা ☞ ৮০ জন
৫.পদের নাম ☞ সেবক/সেবিকা
শিক্ষাগত যোগ্যতা ☞ এস.এস.সি/অষ্টম শ্রেণী, ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে।
বেতন ☞ ১৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ১৫০ জন
আবেদন প্রক্রিয়া ☞ বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে
শুধুমাত্র ই-মেইলের maosishubd@gmail.com মাধ্যমে দরখাস্ত
পাঠাতে হবে।
২) বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা,
ভাতা, উৎসব ভাতা, অব্যহত ছুটির ভাতা, স্বাস্থ্য বিমাসহ এককালীন ভাতা,
ল্যাপটপ, মটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া হবে। ছাত্র/ছাত্রীদের পার্টটাইম/ফুলটাইম কাজ করার সুযোগ উৎপাদন-দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া ১
হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৭ দিনব্যাপী আবাসিক/অনাবাসিক
প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়ত ভাতা টিএডিএ প্রদান করা হবে।
বরাবর, পরিচালক, (স্বাস্থ্য বিভাগ) মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র বেতন
৪.ল্যাবটের
বেতনঃ
প্রধান কার্যালয়: বাড়ি-৩২০, রোড-৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, বারিধারা, ঢাকা-১২০৬।
ই-মেইলঃ maosishubd@gmail.com
সূত্র: যায়যায়দিন ১০/০৪/২০২৩ ইং পৃ:৫
________________________________________
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির খবর ২০২৪
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির খবর প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি তে ১ টি পদে নিয়োগ দেওয়া হবে। পদটি হলো Office Shohayok। চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি সকল চাকরির খবর পেতে এই ওয়েবসাইটের সাথে থাকুন।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির খবর ২০২৪।