Government Jobs

ক্ষুদ্র ও কুটির ৪৬ জন নিয়োগ বিজ্ঞপ্তি Job circular 2023

ক্ষুদ্র ও কুটির শিল্প :~ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। লোকবল সংকটের কারনে ক্ষুদ্র ও কুটির শিল্প বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪৬ জন নেওয়া হবে ৯ টি পদে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করে আপনার বেকারত্ব দূর করতে পারেন। নতুন চাকরির খবর পেতে আমাদের সাথে থাকুন। ৯ টি পদ সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো।

১.পদের নাম ☞ প্রোগ্রামার
পদ সংখ্যা☞ ১ জন
বেতন☞ ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিভাগে ২য় শ্রেনীতে স্নাতক বা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা☞ প্রোগ্রামার পদে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২.পদের নাম☞ শিল্পনগরী কর্মকর্তা
পদ সংখ্যা☞ ২২ জন
বেতন স্কেল☞ ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২য় বিভাগে।

৩. পদের নাম ☞ সহকারী প্রৌকশলী
পদ সংখ্যা ☞ ১৪ জন
বেতন স্কেল ☞ ২২০০০~৫৩০৬০ ৳
শিক্ষাগত যোগ্যতা ☞ বি.এস.সি সি়ভিল ইঞ্জিনিয়ারিং ২য় বিভাগে পাশ।

৪. পদের নাম ☞ ঊর্ধ্বতন সমন্বয় কর্মকতা
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন স্কেল ☞ ২২,০০০ ~ ৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ ২য় বিভাগে মাস্টার্স পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

৫.পদের নাম☞  প্রকাশনা কর্মকর্তা
পদ সংখ্যা☞ ২ জন
বেতন স্কেল☞ ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতা☞ দ্বিতীয় বিভাগে মাস্টার্স অথবা দ্বিতীয় বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সনদ থাকতে হবে।

৬.পদের নাম☞ সাব কন্ট্রাকাটিং কর্মকর্তা
পদ সংখ্যা☞ ২জন
বেতন স্কেল☞২২০০০ – ৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে।

আবেদনের প্রক্রিয়া ☞ অনলাইনে ক্ষুদ্র ও কুটির শিল্পের আবেদন ফরম পূরণ করতে হবে।

৭. পদের নাম ☞ ঊর্ধ্বতন ফটোগ্রাফার
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন স্কেল ☞ ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ☞ অডিও ভিজুয়েল যন্ত্রপাতি বা ফটোগ্রাফি পরিচালনায় প্রশিক্ষন ও স্নাতক অথবা ডিগ্রী দ্বিতীয় বিভাগে।

৮. পদের নাম ☞ ফটোগ্রাফার
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন স্কেল ☞ ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ☞ ফটোগ্রাফি অথবা অডিও ভিজুয়েল যন্ত্রপাতি পরিচালনা তে প্রশিক্ষন এবং ডিগ্রী বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ২য় বিভাগে।

৯. পদের নাম☞ কেয়ার টেকার
পদ সংখ্যা ☞ ২ জন
বেতন স্কেল ☞ ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ☞ স্নাতক বা ডিগ্রি পরীক্ষায় পাশ ২য় বিভাগ।

  • আবেদনের সময় শুরু ☞ ০৯ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩

=======✘=======

আদমজী ইপিজেড মেডিকেল সেন্টারে নিয়োগ Job circular 2023

আদমজী :➤ আদমজী ইপিজেড মেডিকেল সেন্টারে লোকবল বাড়ানো হবে। ৪ টি পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি পরীক্ষায় পাশ থাকলে আপনি ও আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো :~~

  • পদের নাম ∞ প্যাথলজিস্ট [ চুক্তি ]
  • পদ সংখ্যা ∞ ১ জন
  • বেতন ∞ ৫০,০০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ∞ এম.ফিল ডিগ্রী ধারী হতে হবে।
  • অভিজ্ঞতা ∞ কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  1. পদের নাম ∞ মেডিকেল অফিসার [ চুক্তি ]
  2. পদ সংখ্যা ∞ ১ জন
  3. বেতন ∞ ৩৭,০০০ টাকা
  4. শিক্ষাগত যোগ্যতা ∞ এম.বি.বি.এস হতে হবে।
  • পদের নাম ∞ ফার্মাসিস্ট { স্থায়ী }
  • পদ সংখ্যা ∞ ১ জন
  • বেতন ∞ ১২,৫০০ – ৩০,২৩০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ∞ ফার্মাসিস্টে ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা সনদ থাকতে হবে।
  1. পদের নাম ∞ ল্যাব গ্যাটেনডেন্ট { প্যাথলজি – স্থায়ী }
  2. পদ সংখ্যা ∞
  3. বেতন ∞ ৮,৫০০ – ২০,৫৭০ টাকা
  4. শিক্ষাগত যোগ্যতা ∞ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিয়মাবলি ➤ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।

  • আবেদনের শেষ সময় ∞ ২৬~০৮~২০২৩

ফরম জমা দেওয়ার ঠিকানা ✪⇨ আদমজী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড,  সদস্য সচিব,  আদমজীনগর সিদ্ধিগঞ্জ, নারায়নগঞ্জ ~ ১৪৩১.

  • সকল প্রকার সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সবার আগে চাকরির খবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। যদি পৌস্ট এর কোন বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্টে অথবা ই-মেইল এর মাধ্যমে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *