Private Jobs

চাকরির খবর দারাজ বাংলাদেশ লিমিটেডে ৫০০ জন নিয়োগ

দারাজ বাংলাদেশ লিমিটেড একটি চাকরির খবর প্রকাশ করে।এই প্রঙ্গাপনে ১ টি পদে ৫০০ জন নিয়োগ দেওয়া হবে। এটি চলতি সপ্তাহে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আবেদন করতে পারবেন। এটি বেসরকারি চাকরির। আপনি যদি এই পদে চাকরি করতে চান তবে দ্রুত আবেদন করুন। দারাজ বাংলাদেশ লিমিটেড এর পদ টি নিচে বিস্তারিত দেওয়া আছে:

*. পদের নাম:- ডেলিভারি ম্যান
পদ সংখ্যা:- ৫০০ জন
বেতন স্কেল:- ৮,৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:- শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন পঞ্চম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডেলিভারি ম্যান পদের জন্য কোন প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই।
কর্মস্থল:- পুরান ঢাকা, ধানমন্ডি, মালিবাগ ঢাকা।

চাকরির খবরে অন্যান্য শর্তাবলি:- এই চাকরির হলো চুক্তিভিত্তিক। শুধু মাএ পুরুষরাই আবেদন করতে পারবে। আবেদন কারীর বয়স ১৮ – ৪০ বছর হতে হবে। সকল প্রার্থী কে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.jobs.bdjobs. এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৩ তারিখে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খুলনাতে ২৩ জনের চাকরির খবর।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেচ খুলনাতে একটি চাকরির খবর দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি তে উল্লেখ আছে ৮ টি পদে ২৩ জন নিয়োগ দেওয়া হবে। খুলনা তে যারা বসবাস করেন তাদের জন্য শুবিধা হবে। চীফ জুডিস্ট্রেট এ শিক্ষাগত যোগ্যতা আছে ও এই কাজে আগ্রহী হন তবে আপনি আবেদর করতে পারেন। চীফ জুডিসিয়ালের পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।

এক নজরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাকরির খবর:-

প্রতিষ্ঠানের নাম:-চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খুলনা।
পদের নাম:-২৩ জন
আবেদনের শেষ সময়:-২৮ নভেম্বর ২০২৩
আবেদনের মাধ্যম:-সরাসরি/ ডাগযোগ
বয়স:-১৮ থেকে ৩০বছর
ফি:-প্রদান করতে হবে
লিঙ্গ:-নারী বা পুরুষ
চাকরির খবর ২০২৩

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খুলনার পদ সমূহ:-

১. পদের নাম:- স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ এবং ইংরেজি ৩০ শব্দ ও কম্পিউটার সাঁটলিপিতে গতি বাংলা ৪৫ শব্দ এবং ইংরেজি ৭০ শব্দ।

২. পদের নাম:- বেঞ্চ সহকারী
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- স্নাতকোত্তর পরীক্ষায় পাশ ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম:- বেঞ্চ সহকারী
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

৪. পদের নাম:- প্রসেস সার্ভার
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম:- অফিস সহায়ক
পদ সংখ্যা:- ৯ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ।

৬. পদের নাম:- মালি
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় পাশ।

৭. পদের নাম:- নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- মাধ্যমিক পরীক্ষা পাশ থাকতে হবে সকল বিষয়।

৮. পদের নাম:- পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির খবরের শর্তাবলী:-

  • আবেদনের শেষ সময় ২৮ নভেম্বর ২০২৩ তারিখ।
  • সরাসরি বা ডাকযোগের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
  • বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্বা কোটার ক্ষেত্রে ৩২ বছর।
  • সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে ১-২১৪১-০০০০-২০৩১ এই নাম্বারে পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • ক্রমিক নং ১ থেকে ৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ নং থেকে ৮ নং পদের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খুলনার চাকরির খবরে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ আনতে হবে, চেয়ারম্যান, কমিশনারের কাছ থেকে নাগরিক ও চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র,  সাঁটলিপি ও কম্পিউটার প্রশিক্ষনের মূল সনদ থাকতে হবে। এর থেকে কোন কিছু বাদ থাকলে প্রার্থী আর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।

চাকরির খবর

মীনা বাজারে চাকরির খবর ১৫০ জন।

মীনা বাজারে বড় একটি চাকরির খবর দেওয়া হয়েছে। এই চাকরির খবরে বলা আছে ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। চাকরির সময় হবে ফুল টাইম। এই চাকরির খবরে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছর হতে হবে। পদ টি নিচে দেওয়া হলো:-

ক. পদের নাম:- ক্যাশিয়ার/সেলসম্যান
পদ সংখ্যা:- ১০০ জন
বেতন স্কেল:- ৮,০০০ থেকে ১০,০০০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদে অভিজ্ঞতা না থাকলেও হবে।
কর্মস্থান: চট্টগ্রাম।

খ. পদের নাম:- সেলসম্যান বা ক্যাশিয়ার
পদ সংখ্যা:- ৫০ জন
বেতন স্কেল:- ৮,০০০ থেকে ১০,০০০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কর্মস্থল:- মিরপুর, ঢাকা।

মিনা বাজারে চাকরির খবরে আবেদন শর্ত:-

  • অনলাইনে আবেদন করতে হবে।
  • ওয়েবসাইট হলো jobs.bdjobs.com
  • ১নং পদে আবেদনের শেষ সময় ৯-১২-২০২৩ তারিখ।
  • ২ নং পদে আবেদনের শেষ সময় ০৮-১২-২০২৩ তারিখ।
চাকরির খবর

এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটি চাকরির খবর।

এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটি বেসরকারি চাকরির খবর। এই বিজ্ঞপ্তি তে উল্লেখ আছে ৬ টি পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পদ সমূহ বিস্তারিত জানতে নিচে ভিজিট করুন:-

১. পদের নাম:- এজিএম (প্রশাসন বা মানবসম্পদ)
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৩৮,০০০ থেকে ৮৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিবিএ পাশ। এইচ আর বা এডমিন হিসাবে কাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম:- এজিএম (ফ্যাক্টরী)
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৩৮,০০০ থেকে ৮৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:- ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার / বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফ্যাক্টরী পরিচালনা কাজে।

৩. পদের নাম:- ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং)
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ৩২,০০০ থেকে ৬৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- বিএসসি (ই.ই.ই.)/বিবিএ (মার্কেটিং)/এমবিএ (মার্কেটিং) বিষয় পরীক্ষায় উত্তীর্ণ। ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাব স্টেশন বাজারজাত করনে।

৪. পদের নাম:- ম্যানেজার (টেকনিক্যাল)
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৩২,০০০ থেকে ৬৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (ই.ই.ই) পাশ। টেস্টিং কমিশনিং, মেইনটেনেন্স এবং সাব-স্টেশন ইনস্টেলেশন কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম:- ডেপুটি ম্যানেজার (কষ্টিং)
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ২২,০০০ থেকে ৫৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- বিএসসি (ই.ই.ই.) পরীক্ষায় উত্তীর্ণ। কষ্টিং ও অফার (কোটেশন) তৈরির কাজে ২ বছরের অভিজ্ঞতা।

৬. পদের নাম:- সিনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ১৪,০০০ থেকে ৪৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- স্কুল বা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সাব-স্টেশন ইনস্টলেশন ও মেইনটেনেন্স কাজে অভিজ্ঞতা থাকতে হবে ৪ বছর কমপক্ষে।

আবেদনের নিয়ম ও অন্যান্য সুবিধা: আগামী ২০-১১-২০২৩ তারিখের মধ্যে সরাসরি বা ইমেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। ঠিকানা: মানব সম্পদ বিভাগ, এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাড়ী, ৪/৬ (৪র্থ তলা), রোড়-৯, ব্লক জে, বারিধারা,ঢাকা-১২১২, বাংলাদেশ। সুবিধা হলো: ২ ঈদ বোনাস; মোবাইল বিল; যানবাহন; টিএ/ডিএ সহ অন্যান্য সুবিধা।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশসন কোম্পানি লিমিটেডে

ন্যাশনাল পলিমার গ্রুপে চাকরির খবর ২০২৩

ন্যাশনাল পলিমার গ্রুপে ১ টি পদে চাকরির খবর। যারা চাকরি করবে তাদের সে সুবিধা দেওয়া হবে: সেলস কমিশন, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২ ঈদে বোনাস ও কাজের উপর ভিত্তি করে পদোন্নতি। ১ টি পদ নিচে দেওয়া হলো:-

* পদের নাম:- সেলস অফিসার
বেতন স্কেল:- ১৫,৫০০ থেকে ১৬,৫০০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ন্যাশনাল পলিমার গ্রুপে চাকরির খবরের আবেদন শর্ত:-

আবেদন কারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। সকলকে চাকরি ১ বছর করতে হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোন জেলায়। আবেদন সরাসরি সাক্ষাতের মাধ্যমে হবে। ঢাকাঃ এনপলি হাউজ, গ-৯৯/৩, প্রগতি সরণী, মধ্য বাড্ডা – ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার; সময়: সকাল ৯ টা থেকে ১০:৩০রংপুরঃ পুলিশ কমিউনিটি সেন্টার (কোতয়ালী থানার পার্শ্বে), ১৭ নভেম্বর, সকাল ৯টা-১০:৩০ টাযশোরঃ বাঁচতে শেখা, ৩৯০ (পুরাতন ৫৫০) শহীদ মশিউর রহমান রোড, আরবপুর, যশোর। বগুড়াঃ উডবার্ন হোটেল, পার্ক রোড, সাত মাথা (পৌর এ্যাডওয়ার্ক পার্ক মেইন গেইট সংলগ্ন), ১৮ নভেম্বর সকাল ৯ টা থেকে ১০:৩০ টা।

ভিভো বাংলাদেশে চাকরির খবর ১০ জন।

ভিভো মোবাইল কোম্পানি ১০ জন নিয়োগ দেবে। ১ টি পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। যদি আপনার অভিজ্ঞতা না থাকে তবে আবেদন করতে পারবেন। আলোচনার মাধ্যমে বেতন নিধারন করা হবে। ফুল টাইম চাকরি করতে হবে। এই পদে শুধু মাএ পুরুষরা আবেদন করতে পারবে। কর্মস্থল দেশের যে কোন স্থান। বয়স ২৪ থেকে ৩০ বছর হতে হবে। সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে করতে হবে। jobs.bdjobs.com এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদনের শেষ সময় ০৯-১২-২০২৩ তারিখ।

★ পদের নাম:- এক্সিকিউটিভ (মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার)
পদ সংখ্যা:- ১০ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা:- ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে অথবা বিএসসি (ই.ই.ই.)। এই পদে ১ বছর কাজের অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *