District Jobs

ঝিনাইদহ ৬ জন জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ঝিনাইদহ :– ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। ৬ টি পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন। লোকবল বাড়ানোর জন্য ঝিনাইদহ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ক. পদের নাম:- উপাধ্যক্ষ প্রশাসন
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল :- আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় পাশ।
বয়স :- ৪০ বছর সর্বোচ্চ

খ. পদের নাম :- সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে
পদ সংখ্যা :- ১ জন
বেতন স্কেল :- ১৬,০০০-৩৮,৬৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা :- রসায়ন বা পদার্থ বিজ্ঞানে স্নাতক অথবা ডিগ্রী পাশ।
বয়স :- ৩৫ বছর সর্বোচ্চ

গ. পদের নাম :- সহকারী শিক্ষক ইংরেজি
পদ সংখ্যা :- ১ জন
বেতন স্কেল :- ১৬০০০ – ৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
বয়স :- ৩৫ বছর

ঘ. পদের নাম :- বাংলা সহকারী শিক্ষক
পদ সংখ্যা :- ১ জন
বেতন স্কেল :- ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা :-বাংলা বিভাগে ডিগ্রি বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স :- ৩৫ বছর

ঙ. পদের নাম :- চারু ও কারুকলা সহকারী শিক্ষক
পদ সংখ্যা :- ১ জন
বেতন স্কেল :- ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :-স্নাতক বা সমমানের সনদ থাকতে হবে চারু ও কারুকলা বিভাগে।
বয়স :- সর্বোচ্চ ৩৫ বছর

চ. পদের নাম :- সহকারী শিক্ষক – নৃত্য
পদ সংখ্যা :- ১ জন
বেতন স্কেল :- ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক পাশ এবং নৃত্যের উপর প্রশিক্ষন থাকতে হবে।
বয়স :- সর্বোচ্চ ৩৫ বছর

নিয়মাবলি :– সরাসরি বা ডাকযোগে আবেদন পত্র জমা দিতে হবে৷

আবেদনের শেষ তারিখ ☞ ১৭ আগস্ট ২০২৩

  • ঠিকানা ☞  ঝিনাইদহ জেলা প্রশাসক ও সভাপতি, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

====-====-====

বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

➤➤➤➤ :- বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারী করে৷ এই বিজ্ঞপ্তি তে ৬ টি পদের জন্য ৬ জন নিয়োগ দেওয়া হবে। পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।

|☞ পদের নাম :- চার্জম্যান
পদ সংখ্যা :- ১ জন
বেতন :- ৯,৩০০ – ২২,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা :- ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

|☞ পদের নাম :- উচ্চ দক্ষ কারিগর ইলেকট্রনিক
পদ সংখ্যা :- ১ জন
বেতন :- ৯,০০০-২১,৮০০৳
শিক্ষাগত যোগ্যতা :- এইচএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা :- ৬ বছর এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

|☞ পদের নাম :- দক্ষ কারিগর – মেশিনিস্ট~ ১
পদ সংখ্যা :- ১ জন
বেতন :-  ৮,৮০০ – ২১,৩১০ ৳
শিক্ষাগত যোগ্যতা :- ভোকেশনালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
অভিজ্ঞতা :- ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


|☞ পদের নাম :- মেশিনিস্ট-২ দক্ষ কারিগর
পদ সংখ্যা :- ১ জন
বেতন :- ৮৮০০ ~ ২১৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- এসএসসি ভকেশনাল বা সমমানের পরীক্ষায় পাশ থাকলে হবে।
অভিজ্ঞতা :- সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

|☞ পদের নাম :- ওয়েন্ডার ~ দক্ষ কারিগর
পদ সংখ্যা :- ১ জন
বেতন :- ৮,৮০০ ~ ২১,৩১০ /-
শিক্ষাগত যোগ্যতা :- ভকেশনাল এসএসসি সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা :- ২ বছর এবং ওয়েন্ডিং, গ্যাস ওয়েন্ডিং কাজে পারদর্শী।

|☞ পদের নাম :- দক্ষ কারিগর ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিকাল
পদ সংখ্যা :- ১ জন
বেতন :- ৮৮০০০ ~ ২১৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- বাংলাদেশের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা :- অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের। abc লাইসেন্স ধারী হতে হবে।

প্রার্থীর বয়স :- সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের শেষ সময় :- ১০-০৮-২০২৩

  • আবেদন পদ্ধতি :- কুরিয়ার কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে আবেদন পত্র।

ঠিকানা :-ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস,জয়দেবপুর, গাজীপুর-১৭০০.

এই পোস্টে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয় ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *