অাখি পহেলা বৈশাখে মা-বাবা এর সঙ্গে সকালে রমনা পার্কে যায়। সেখানে আখি দেখতে পায় হাজার হাজার মানুষ নতুন জামা কাপড় পরে পার্কে ঘুরতে এসেছে। আখি আরো দেখতে পায় ছোট ছোট শিশুদের হাতে বেলুন, বাশি ও বিভিন্ন ধরনের খেলনা। পার্কে শিল্পীদের গান চলছে। পার্ক থেকে বাড়ি ফিরে আসার সময় তারা বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানে যায়। দোকানে দেখতে পায় সাজ-সজ্জা, সুন্দর পরিবেশ ও মিষ্টি বিতরণসহ নানা ধরনের আপ্যায়ন। আখির বাবা দোকানদারের টাকা পরিশোধের এক পর্যায়ে কৌতূহলী আখির উদ্দেশ্যে বলে, দোকানদার রা তাদের অর্থ প্রয়োজনে এই আয়োজন করে থাকে।
ক. নববর্ষ উদযাপনে ঢাকায় ২য় প্রধান আকর্ষন কোনটি?
খ. নববর্ষ অনুষ্ঠান বর্ণিল হয়ে ওঠে কীভবে?
গ. উদ্দীপকের আখির দেখা স্বর্ণের দোকানের অনুষ্ঠানটি বাংল্ নববর্ষ প্রবন্ধের যে বিষয়টি নির্দেশ করে তার ব্যাখ্যা দেও।
ঘ. উদ্দীপকটি বাংলা নববর্ষ প্রবন্ধের সমগ্রভাব ধারন করতে পেরেছে কি তা বর্ণানা দাও।
উত্তর
ক. উত্তর ~ নববর্ষ উদযাপনে ঢাকায় ২য় প্রধান আকর্ষন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।
খ. উত্তর ~ নতুন শাড়ি পরে মহিলা এবং বালিকা ও নানা রঙের পাঞ্জাবি-পাজামা পরে ছেলেরা নববর্ষ অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। ১ম বৈশাখে বাংলা একাডেমিতে আয়োজিত হয় কারুপন্য এবং বৈশাখী মেলা। হাজার হাজার মানুষের পদচারণায় রাস্তা লোকারন্য হয়ে ওঠে রমনা এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক অনুষ্ঠান ও বিভিন্ন বয়সি পুরুষ-নারীরা সাজ-সজ্জা এবং সকলের অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠ৷ বাংলা নববর্ষ অনুষ্ঠান।
গ. উত্তর ~ উদ্দীপকের আখির স্বর্ণের দোকানে দেখা অনুষ্ঠানটি বাংলা নববর্ষ প্রবন্ধের বর্ণিত হালখাতা অনুষ্ঠানটিকে নির্দেশ করে।
বাংলা নববর্ষ প্রবন্ধে বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ সম্পর্কে আলোচনা করা হয়েছে৷ উদ্দিপকে তিনি নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত নানা উৎসব অনুষ্ঠানের কথা বলা হয়েছে। অনুষ্ঠানের কথা বলা হয়েছে। একই ভাবে একটি অনুষ্ঠান হলো হালখাতা। বাকি আদায়ের উদ্দেশ্যে নববর্ষের দিন দোকানিরা এ অনুষ্ঠানের আয়োজন করত।
উদ্দিপকের আখি পহেলা বৈশাখের দিন বেড়ানোর সময় স্বর্ণের দোকানে যায়। দোকানে যেয়ে সে হালখাতা অনুষ্ঠানটি দেখতে পায়। দোকানটি সুন্দর ভাবে সাজানো ছিলো এবং আনন্দঘন পরিবেশ। মিষ্টি বিতরণ সহ নানা আপ্যায়নের এক পর্যায় আখির বাবা দোকানির বাকি পরিশোধ করে। এ অনুষ্ঠানটির প্রসঙ্গ এসেছে এ প্রবন্ধটিতেও। ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে বাকি টাকা আদায়ে হালখাতা অনুষ্ঠান করত। গল্পগুজব ও হাসি-ঠাট্টার মধ্যে বাকি আদায় ও উৎসবের আনন্দ-উপভোগ ২ ই সম্পন্ন হতো এ অনুষ্ঠানটির মাধ্যমে, যা আখির দেখা অনুষ্ঠানকে নির্দেশ করে। সে বিবেচনায় উদ্দিপকের আখির দেখা অনুষ্ঠানটি বাংলা নববর্ষের হালখাতা অনুষ্ঠানের সম্পর্কে তুলে ধরা হয়েছে।
ঘ. উত্তর ~ উদ্দিপকটি বাংলা নববর্ষ প্রবন্ধের সমগ্রভাব ধারন করতে পারেনি বলে আমার মনে হয়েছে।
বাংলা নববর্ষ প্রবন্ধে লেখক বাংলা নববর্ষ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে৷ এখানে বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, নববর্ষের ইতিহাসের সাথে বাংলা রাজনৈতিক ইতিহাসের সম্পর্ক সহ নববর্ষকেদ্ন্রিক নানা উৎসব আয়োজনের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হলো ৷
উদ্দিপকের আখি পহেল্ বৈশাখে নববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত রমনার পাকুড়তলার অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে। আখি চারপাশে উৎসব-ঘন পরিবেশ দেখকে পায়,