Private Jobs

বসুন্ধরা গুপে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

সাপ্তাহিক চাকরির খবর:- বসুন্ধরা গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি তে উল্লেখ আছে ৩ টি পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।  এটি একটি বেসরকারি চাকরির। আবেদন করীর শিক্ষা হতে হবে সর্বনিম্ন জেএসসি পাশ। আরে বেসরকারি সাপ্তাহিক চাকরির খবর পেতে আমাদের সাথে থাকুন। মাস্টার্ড (সরিষা) অয়েল প্ল্যান্ট, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ (বিআইপিকে) অপারেশন বিভাগে সাপ্তাহিক চাকরির খবর।  বিস্তারিত নিচে দেওয়া হলো:-

১. পদের নাম:- অপারেটর [ঘানি], গ্রেড-১
পদ সংখ্যা:- ২ জন
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা সর্বনিম্ন।

২. পদের নাম:- অপারেটর [এক্সপেলার মেশিন], গ্রেড-১
পদ সংখ্যা:- ৩ জন
শিক্ষাগত যোগ্যতা:- ৮ম শ্রেণীতে পাশ ও এই কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

৩. পদের নাম:- অপারেটর [ফিল্টার মেশিন], গ্রেড-১
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

অন্যন্য:- বেতন আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, চারিত্রিক সনদ সহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। সরাসরি আবেদন কৃত পদের নাম খামে উল্লেখ করে ১১-১১-২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে। মানব সম্পদ বিভাগ, সেষ্টর-এ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২, প্লট# ৫৬/এ, ব্লক সি, ইদউম্মে কুলসুম রোড, ঢাকা। যারা এখনও আবেদন করেন নাই এবং আবেদন করতে ইচ্ছুক তারা যেন দ্রুত আবেদন করে।

সাপ্তাহিক চাকরির খবর

কাজী ফার্মসে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

কাজী ফার্মসে:- কাজী ফার্মসে সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হয়েছে। ৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। এটি বেসরকারি চাকরির খবর। এই সপ্তাহে বেশ কয়টি চাকরির খবর প্রকাশ করে। পদ গুলো নিয়ে নিচে দেওয়া হলো:-

এক নজরে কাজী ফার্মসে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

প্রতিষ্ঠানের নাম:-কাজী ফার্মস
পদ:-৯ টি
কর্মস্থল:-সব জেলা
বেতন:-আলোচনা সাপেক্ষে
আবেদন শেষ:-১৫ নভেম্বর ২০২৩
আবেদনের মাধ্যম:-[email protected]
সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

সাপ্তাহিক চাকরির খবর কাজী ফার্মসের পদ গুলো:-

ক. পদের নাম:- ওয়ার্কার [ব্রিডার ফার্মস]
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

খ. পদের নাম:- ওয়ার্কার [লেয়ার ফার্মস বা হ্যাচারী]
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় পাশ।

গ. পদের নাম:- নিরাপত্তা প্রহরী
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

ঘ. পদের নাম:- স্টোর এ্যাসিষ্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:- বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

ঙ. পদের নাম:- কুক [বাবুর্চি]
শিক্ষাগত যোগ্যতা:- ৫ম শ্রেণীতে সনদ ধারী হতে হবে। রান্নার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চ. পদের নাম:- কুক হেলপার
শিক্ষাগত যোগ্যতা:- কোন স্কুল থেকে ৫ম শ্রেণীতে পাশ।

ছ. পদের নাম:- লন্ড্রী ম্যান বা ওয়াশ ম্যান
শিক্ষাগত যোগ্যতা:- ৫ম শ্রেণীতে পাশ।

জ. পদের নাম:- ট্রাক্টর ড্রাইভার বা পে-লোডার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা।

ঝ. পদের নাম :- জুনিয়র ইলেকট্রিশিয়ান বা জুনিয়র টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা:- ভোকেশনালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে  বা ৩ মাস মেয়াদী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড কোর্সধারী থাকতে হবে।

আবেদনের নিয়ম গুলো হলো:-

  • আবেদনের মাধ্যম হলো- সরাসরি বা ইমেইল।
  • আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৩
  • ইমেইল- [email protected]
  • ঠিকানা:- আহমেদ এন্ড কাজী টাওয়ার, কাজী ফার্মস হেড অফিস, বাড়ি-৩৫, রোড-০২,ধানমন্ডি ঢাকা-১২০৫।

আলোচনার মাধ্যমে বেতন ঠিক করা হবে। বাংলাদেশের যে কোন স্থানে কর্মস্থল হতে পারে। আবেদন কারীর বয়স ১৮-৩৮ বছর তবে ৫, ৬,৭, ৮নং পদের জন্য বয়স বিবেচনা করা হবে। নিরাপত্তা প্রহরী পদের জন্য পুরুষের উচ্চতা- ৫.৫ এবং মহিলার জন্য উচ্চতা ৫ হতে হবে। সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত, চারিত্রিক সনদ, অভিজ্ঞতা, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয় পত্র ও ২ কপি ছবি আনতে হবে।

সাপ্তাহিক চাকরির খবর

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলারে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলারে ২ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। সহকারী শিক্ষক ও অফিস শাখা পদ নিয়োগ দেওয়া হবে। যাদের শিক্ষক পদে চাকরি করতে চান তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৮-১১-২০২৩ থেকে ২২-১১-২০২৩ তারিখ। এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুধু মাএ অনলাইনে করা যাবে। www.bafsk.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদের জন্য ৬৬০ টাকা ফি এবং এডমিন। সকল কে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলারের পদ সমূহ:-

ক. পদের নাম:- সহকারী শিক্ষক – স্কুল শাখাতে=- বাংলা ভার্সন-গনিত-১, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় -১, সাধারণ-১ ও ইংরেজি ভার্সনে ১ জন।
পদ সংখ্যা:- ৪ জন।
বেতন স্কেল:- ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ এবং প্রশিক্ষণ বিহীন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

খ. পদের নাম:- অফিস শাখা=- এডমিন সুপারভাইজার ১,  অফিস সহকারী ১
পদ সংখ্যা:- ২ জন।
বেতন স্কেল:- এডমিন সুপারভাইজার ১১,৩০০ থেকে ২৭,৩০০ এবং অফিস সহকারী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

Job Circular

জাজিয়া ক্যান্টমেন্ট স্কুল ও কলেজ সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

জাজিয়া ক্যান্টমেন্ট স্কুল ও কলেজে সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি তে ৪৯ জন নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে যদি কোন ব্যাক্তি আগ্রহী থাকে তবে নিম্ন নিয়ম মেনে আবেদন করতে পারবেন। পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া আছে:-

১. পদের নাম:- সহকারী শিক্ষক: বাংলা-৩, ইংরেজি-৩, গণিত-৪, রসায়ন-১, জীব বিজ্ঞান-১, ভূগোল-১, রাষ্ট্রবিজ্ঞান-২, ইতিহাস-১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, অর্থনীতি-১, হিসাববিজ্ঞান- ১, ফিন্যান্স-১, শারীরিক শিক্ষা-১ মহিলা; চারু ও কারুকলা-১; ইসলাম ও নৈতিক শিক্ষা-৩; সহকারী গ্রন্থাগারিক-১।
পদ সংখ্যা:- ২৬ জন
বেতন:- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং বিএড – ১২,৫০০-৩০,২৩০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট পদে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন তৃতীয় শ্রেণী গ্রহন যোগ্য নয়। তবে ইংরেজি ভার্সনে পাঠদানের দক্ষতা থাকতে হবে।
বয়স:- ৩৫ বছর।

২. পদের নাম:- প্রশাসনিক কর্মকর্তা ১ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন।
পদ সংখ্যা:- ২ জন।
বেতন স্কেল:- ১৬০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন বোর্ড থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:- সর্বোচ্চ ৩৫ বছর।

৩. পদের নাম:- আইটি এক্সপার্ট
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ১৬০০০ -৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২য় বিভাগে উত্তির্ণ হতে হবে।
বয়স:- ৩৫ বছর।

৪. পদের নাম:- পরিবহন-ইন-চার্জ
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:-১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন বোর্ড থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ও তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য নয়।

৫. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর -১; হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর -১
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- ২য় বিভাগে উত্তির্ণ ও স্নাতক পরীক্ষায় পাশ। কম্পিউটার এর উপর ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত। অভিজ্ঞতা কমপক্ষে ২ বছর।
বয়স:- ৩৫ বছর।

৬. পদের নাম:- কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন বোর্ড থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ সহ ৩য় শ্রেণী গ্রহন যোগ্য নয়।
বয়স:- ৩৫ বছর।

৭. পদের নাম:- ড্রাইভার
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পরীক্ষা পাশসহ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাস ও মাইক্রোবাস চালানোতে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. পদের নাম:- আয়া
পদ সংখ্যা:-:২ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এসএসসি পরীক্ষায় সনদ থাকতে হবে।
বয়স:- ৩৫ বছর।

৯. পদের নাম:- মালী-১; নিরাপত্তা প্রহরী-১; পরিচ্ছন্নতা কর্মী-৬; নৈশ প্রহরী:১
পদ সংখ্যা:- ৯ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
বয়স:- ৩৫ বছর।

আবেদনের নিয়মাবলি সাপ্তাহিক চাকরির খবর:-

  • আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ তারিখ।
  • আবেদনের মাধ্যম ডাকযোগ বা সরাসরি বা কুরিয়ার বা অনলাইনের মাধ্যমে।
  • ঠিকানা:- অধ্যক্ষ, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শেখ রাসেল সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর।
  • ওয়েবসাইট www.jcpsc.bd.com
  • ক্রমিক নং ১, ২ ও ৩ নং পদের জন্য ৫০০ টাকা, ৪,৫,৬ নং পদের জন্য ৩০০ টাকা, ৭, ৮, ৯ নং পদের জন্য ২০০ টাকা ফি জমা দিতে হবে।

লিখিত পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টায়। যারা অনলাইনে আবেদন করবে তাদেরকে পরীক্ষার দিন সকল ৮ টায় প্রবেশ পত্র প্রদান করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষার সনদ, ২ কপি ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ আনতে হবে। এই ছাড়াও যদি আরো কিছু জানার থাকে তবে কমেন্টে জিগাসা করতে পারবেন।

গ্রামীণ স্বাস্থ্য সেবায় ৫১৫ জন সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *