বসুন্ধরা গ্রুপে ৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
:- অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে বসুন্ধরা। এতে ৩টি পদ উল্লেখ করে পদ গুলোর বিষয় নিচে দেওয়া হলো।
- পদের নাম :-জুনিয়ার বা সহকারী অফিসার =[ ফায়ার এন্ড সেফটি]
- যোগ্যতা :- স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ।
- উচ্চতা:- ৫ ফুট ৬ ইঞ্চি
- বয়স:- ৪৩ বছর।
- অভিজ্ঞতা:- ফায়ার এন্ড সেফটি কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম:~ নিরাপত্তা প্রহরী~পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা:~ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অভিজ্ঞতা:~ নিরাপত্তা প্রহরী কাজে ২ বছরের অভিজ্ঞতা।
- উচ্চতা:~ ৫ফুট ৮ ইঞ্চি, ১৭৩ সেন্টিমিটার।
- পদের নাম:~ ফায়ারম্যান-পুরুষ
- যোগ্যতা:~ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে।
- উচ্চতা:~ ৫ ফুট ৮ ইঞ্চি
- অভিজ্ঞতা:~ ৫ বছর
শর্ত :~~ এই পদের প্রার্থীকে বসুন্ধরা গুরুপের প্রতিষ্ঠানে কাজ করতে হবে। স্থান বাংলাদেশের যে কোন স্থান। ইষ্ট ওয়েষ্ট প্রপাটি ডেভেলপমেন্ট, প্লট নং ১২৫, বসুন্ধরা আবাসিক এলাকা তে আগামি ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
✘✔✘✔✘✔➤➤
বসুন্ধরা রেডিমিক্স এ্যা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩:_
পদের নাম➤ ওয়েল্ডার
শিক্ষাগত যোগ্যতা➤ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা➤ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম☞ মেকানিক টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা☞ ৮ম পাশ হতে হবে
অভিজ্ঞতা☞ মেকানিক কাজে সর্বনিম্ন ৪ বছরের অভিজ্ঞতা।
পদের নাম⇨ ল্যাব এসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল
শিক্ষাগত যোগ্যতা⇨ ১০ শ্রেনীতে পাশ থাকতে হবে।
অভিজ্ঞতা⇨ সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সময় ও ঠিকানা➤– বসুন্ধরা রেডি মিক্স এ্যান্ড কনষ্ট্রাকশন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, চট্টগ্রাম এ আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৩ তারিখ।
===============
বসুন্ধারা গ্রুপে ১৪ জনের প্রজ্ঞাপন দেওয়া হলো
বসুন্ধারা :-~ বসুন্ধারা গ্রুপে লোকবল বাড়ানোর জন্য ১৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি তে বিভিন্ন পদে নেওয়া হবে। এই প্রজ্ঞাপনে সর্বোউচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং সর্বোনিম্ন যোগ্যতা জেএসসি পরীক্ষায় পাশ। তাই চাইলে যে কেউ আবেদন করতে পারবে। এর সাথে নিজের বেকারত্ব দূর করতে পারেন। সকল বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বসুন্ধারা গুরুপের বিস্তারিত জানতে নিচে ভিজিট করুন :-
ক. পদের নাম~ অপারেটর-{ইঞ্জেকশন মোল্ডিং-হাস্কি মেশিন},গ্রেড-১ [প্রোডাকশন]
সংখ্যা⇨ ১ জন
যোগ্যতা☞ কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা➤ অপারেটর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ. পদের নাম~ জুনিয়র অপারেটর {ইঞ্জেকশন মোল্ডিং-হাস্কি মেশিন}, গ্রেড-২ [প্রোডাকশন]
সংখ্যা⇨ ১ জন
যোগ্যতা☞ ৮ম পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
অভিজ্ঞতা➤ জুনিয়র অপারেটর চাকরিতে ১ বছরের অভিজ্ঞতা সম্পর্ন হতে হবে।
গ. পদের নাম~ অপারেটর {ফিলিং মেশিন}, প্রোডাকশন-পেট বোতল, গ্রেড-১
সংখ্যা➤ ১ জন
যোগ্যতা⇨ মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে।
অভিজ্ঞতা☞ আবেদন কৃত পদে ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
ঘ.পদের নাম⇨ সিনিয়র ফিটার=[মেকানিক্যাল], গ্রেড-৩
সংখ্যা⇨ ২ জন
যোগ্যতা☞ জেএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা➤ ৫ বছর।
ঙ.পদের নাম➤ ফিটার,গ্রেড-১ {মেকানিক্যাল}
সংখ্যা⇨ ১ জন
যোগ্যতা~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা☞ মেকানিক্যাল কাজে ৩ বছর।
চ.পদের নাম ~ জুনিয়র ফিটার,[মেকানিক্যাল] গ্রেড-২
সংখ্যা⇨ ৩ জন
যোগ্যতা➤ অষ্টম শ্রেণিতে উত্তির্ন হতে হবে।
অভিজ্ঞতা☞ ১ বছর
বসুন্ধারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মেঘনা ঘাট, ইউনিট-৩
*পদের নাম~ সিনিয়র ইলেক্ট্রিশিয়ান গ্রেড-১, ইলেক্ট্রিক্যাল
সংখ্যা⇨১ জন
যোগ্যতা➤ ৮ম পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা☞ ইলেক্ট্রিক্যাল কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
*পদের নাম~ ইলেক্ট্রিশিয়ান গ্রেড-১, ইলেক্ট্রিক্যাল
সংখ্যা⇨ ৩ জন
যোগ্যতা➤ জেএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
অভিজ্ঞতা~ ৩ বছরের।
*পদের নাম⇨ এসি টেকনিশিয়ান, গ্রেড-১ ইলেক্ট্রিক্যাল
সংখ্যা➤ ১ জন
যোগ্যতা~ ৮ম শ্রেনীতে সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা~ ৩ বছর থাকতে হবে।
বেতন স্কেল :-– আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।
আবেদন:-– ১২ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে সেক্টর-এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়াটার্স-২, উম্মে কুলসুম রোড়, বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা- ১২২৯, মানব সম্পদ বিভাগ।