বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Govt Job Circular 2023-—বাংলাদেশ টেলিভিশনের শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৩৫টি এবং নিয়োগ দেওয়া হবে ১৩৪জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি— govt job circular 2023 –নিচে দেওয়া হলো৷ সরকারি – বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে / জানতে আমাদের ওয়েবসাইট বিজিট করুন.
১.পদের নাম ☞ বাদ্যযন্ত্রী
বেতন স্কেল ☞ ১১,৩০০-২৭,৩০০/-[গ্রেড-১২]
পদ সংখ্যা ☞১জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত সংগীত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রে
কমপক্ষে স্নাতক ডিগ্রি।
২.পদের নাম ☞ মোটর টেকনিশিয়ান
বেতন স্কেল☞ ১১,৩০০-২৭,৩০০/-[গ্রেড-১২]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত ডকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং
সেন্টার হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ট্রেড কোর্সসহ ০৫
(পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
৩. পদের নাম ☞ স্থির চিত্রগ্রাহক
বেতন স্কেল ☞ ১১,৩০০- ২৭,৩০০/-[গ্রেড-১২]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বিজ্ঞান বিভাগে
স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব
অভিজ্ঞতা।
৪. পদের নাম ☞টেলিভিশন টেকনিশিয়ান
বেতন স্কেল ☞ ১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড-১৩]
পদ সংখ্যা ☞ ২২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক (বিজ্ঞান)
পরীক্ষায় উত্তীর্ণ এবং ০২ (দুই) বৎসরের ফাইনাল ট্রেড
সার্টিফিকেটসহ ০৫ (পাচ) বৎসরের অভিজ্ঞতা।
৫. পদের নাম ☞ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
বেতন স্কেলে ☞১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড-১৩]
পদ সংখ্যা ☞ ৭ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস। বাংলা ও
ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দের
গতি থাকতে হবে। Word processing/ Data Entry ও
Typing ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও
ইংরেজি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।
৬. পদের নাম ☞ প্রযোজনা সহযোগী/প্রযোজনা সহকারী
বেতন স্কেল ☞ ১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড-১৩]
পদ সংখ্যা ☞ ৫ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি।
৭. পদের নাম ☞ ট্রান্সমিশন/ভিটিআর রেকর্ড কিপার
বেতন স্কেল ☞ ১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড-১৩]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি।
৮. পদের নাম ☞ রূপকার
বেতন স্কেল ☞ ১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড-১৩]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাবোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ০৫ (পাঁচ) বৎসরের
বাস্তব অভিজ্ঞতা
৯. পদের নাম ☞ ওয়াড্রোব সহকারী
বেতন স্কেল ☞ ১১,০০০-২৬,৫৯০/-[গ্রেড১৩]
পদ সংখ্যা ☞ ১জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি।
১০. পদের নাম ☞ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞২
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস। বাংলা ও
ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের
গতি থাকতে হবে। Word processing / Data Entry
Typing ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও
ইংরেজি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।
১১. পদের নাম ☞ সিনিয়র মোটর মেকানিক
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত ডকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং
সেন্টার হতে অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং-এ ট্রেড কোর্স পাস।
১২. পদের নাম ☞ নিরাপত্তা পরিদর্শক
বেতন স্কেল☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ৩ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি।
১৩. পদের নাম ☞ সহকারী হিসাবরক্ষক
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি সম্পন্ন।
১৪. পদের নাম ☞ হিসাব সহকারী
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে
স্নাতক/সমমানের ডিগ্রি।
১৫. পদের নাম ☞ লাইসেন্স পরিদর্শক
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক/সমমানের
ডিগ্রি।
১৬. পদের নাম ☞ টেলিপ্রিন্টার অপারেটর
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায়
পাস এবং টিএন্ডটি বোর্ড হতে টেলিপ্রিন্টার-এ সার্টিফিকেট প্রাপ্ত।
১৭. পদের নাম ☞ ডেভেলপার
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের
অভিজ্ঞতা থাকতে হবে। কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/পেশাদার সংগঠন
হতে সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
১৮. পদের নাম ☞ প্রজেক্টর অপারেটর
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাচ) বৎসরের
অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সংস্থা হতে প্রদত্ত
সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
১৯. পদের নাম ☞ স্টোর কিপার
বেতন স্কেল ☞ ১০,২০০-২৪,৬৮০/-[গ্রেড-১৪]
পদ সংখ্যা ☞ ৩ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক/সমমানের
ডিগ্রি।
২০.পদের নাম ☞ কার্পেন্টার
বেতন স্কেল ☞ ৯,৭০০-২৩,৪৯০/-[গ্রেড-১৫]
পদ সংখ্যা ☞ ৩ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ☞ কমপক্ষে ৮ম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টারীতে সার্টিফিকেট প্রাপ্ত।
২১. পদের নাম ☞ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল ☞৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা – ১৩
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ। Word processing / Data Entry ও
Typing ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও
ইংরেজি উভয়ক্ষেত্রে ২০ শব্দ থাকতে হবে।
২২. পদের নাম ☞ ক্যাশিয়ার
বেতন ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা – ৫
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে উচ্চ
মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকারি নিয়মানুসারে
প্রয়োজনীয় জামানত দিতে হবে।
২৩. পদের নাম ☞ টেলিফোন অপারেটর
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদের সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে টিএন্ডটি বোর্ড হতে
সার্টিফিকেট।
২৪. পদের নাম ☞ গাড়ীচালক
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ৯ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কমপক্ষে ৮ম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা, মাঝারী ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ী
চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৫. পদের নাম ☞ লাইটিং সহকারী
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ৩ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত ডকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল
ট্রেনিং সেন্টার বা কোন সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে
ইলেকট্রিক্যাল কোর্সে ট্রেড সার্টিফিকেটধারী।
২৬. পদের নাম ☞ ট্রান্সমিশন টাইপিষ্ট
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের
শিক্ষাগত যোগ্যতা। Word processing / Data Entry ও
Typing ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও
ইংরেজি উভয়ক্ষেত্রে ২০ শব্দ থাকতে হবে।
২৭. পদের নাম ☞ সহকারী মহিলা রূপকার
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
২৮. পদের নাম ☞ ইলেকট্রিশিয়ান
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ৩ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত ডকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ভিটিআই/টিটিসি) হতে ট্রেড কোর্স সার্টিফিকেট।
২৯. পদের নাম ☞ স্টোর এ্যাসিসটেন্ট
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ টাইপিং-এ অভিজ্ঞতাসহ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩০. পদের নাম ☞ পাম্প অপারেটর
বেতন স্কেল ☞ ৯,৩০০-২২,৪৯০/-[গ্রেড-১৬]
পদ সংখ্যা ☞ ১ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাস।
৩১. পদের নাম ☞ ওবি সহকারী
বেতন স্কেল ☞ ৮,৫০০-২০,৫৭০/-[গ্রেড-১৯]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩২. পদের নাম ☞ ইকুইপমেন্ট ক্লিনার
বেতন স্কেল ☞ ৮,২৫০-২০,০১০/-[গ্রেড-২০]
পদ সংখ্যা ☞ ৩
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃতিপ্রাপ্ত ডকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ভিটিআই/টিটিসি) হতে (পার্ট-১) ট্রেড কোর্স সার্টিফিকেট ধারী।
৩৩. পদের নাম ☞ অফিস সহায়ক
বেতন স্কেল ☞ ৮,২৫০-২০,০১০/-[গ্রেড-২০]
পদ সংখ্যা ☞ ১৮
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
৩৪. পদের নাম ☞ নিরাপত্তা প্রহরী
বেতন স্কেল ☞ ৮,২৫০-২০,০১০/-[গ্রেড-২০]
পদ সংখ্যা ☞ ৯ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩৫. পদের নাম ☞ পরিচ্ছন্নতা কর্মী
বেতন স্কেল ☞ ৮,২৫০-২০,০১০/-[গ্রেড-২০]
পদ সংখ্যা ☞ ২ জন
বয়স — ☞ ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ☞ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন প্রক্রিয়া☞ ://btv.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরুর তারিখ ও সময় ☞ ০১.০৫.২০১৯ খ্রি. সকাল- ৯:০০ টা
Online -এ
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়☞ ২৩.০৫.২০১৯ খ্রি. বিকাল ৫:০০ টা
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে
পারবে ☞ নং-০১ থেকে ৩০ নং এ পদসমূহের জন্য—
ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ,
নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ি,
কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা,
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ,
শেরপুর জেলা;
নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান,
কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী
জেলা,
রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট,
সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া
জেলা,
রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর,
গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও
নীলফামারী জেলা,
খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ,
চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা,
বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও
পিরোজপুর জেলা,
সিলেট বিভাগের সকল জেলা,
ও [সকল জেলার যোগ্য এতিম ও শারীরিক
প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন]
নং-৩১ থেকে ৩৫ এ বর্ণিত
পদসমূহের জন্য;
ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ,
নরসিংদী, ফরিদপুর ও রাজবাড়ি জেলা;
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও
নেত্রকোনা জেলা;
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান,
কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুর জেলা;
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নওগা
Nice post thank you.