Army Jobs

বিজিবি তে ১৪৬ জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বর্ডার গার্ড :– বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)  একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লোকবল বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিভিন্ন পদে ১৪৬ জন নেওয়া হবে। পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি জানতে আমাদের সাথে থাকুন। আর নয় প্রত্রিকার জন্য অপেক্ষা, আমাদের ওয়েবসাইটে সব পাবেন।

১. পদের নাম ~ { পুরুষ } অফিস সহকারী
সংখ্যা ~ ৬ জন
স্কেল ~ ৯,৩০০-২২,৪৯০ ৳
যোগ্যতা ~ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২.৫ পেয়ে উত্তির্ন হতে হবে।
অন্যন্য যোগ্যতা ~ কম্পিউটার এ টাইপিং মিনিটে গতি ইংরেজি ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ হতে হবে।

২. পদের নাম ☞ {পুরুষ} কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড~৩
সংখ্যা ☞ ৬ জন
স্কেল ☞ ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
যোগ্যতা ☞ ইলেক্ট্রনিক বা কম্পিউটার শাখাতে ডিপ্লোমা সনদ ধারী হতে হবে।
অভিজ্ঞতা ☞ সফটওয়্যার এ অভিজ্ঞতা ১ বছর কমপক্ষে থাকতে হবে।

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অন্য সকল খবর জানতে ভিজিট করুন :-

৩. পদের নাম ⇨ সহকারী কিউরেটর_পুরুষ
সংখ্যা ⇨ ১ জন
স্কেল ⇨ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা ⇨ কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় নূর্নতম ২.৫ এবং এসএসসি পরীক্ষায় ৩ জিপিএ পেয়ে পাশ করতে হবে।

৪.পদের নাম ➤ ড্রাফটসম্যান- পুরুষ
সংখ্যা ➤ ১৩ জন
স্কেল ➤ ৯,৩০০~২২,৪৯০ ৳
যোগ্যতা ➤ কোন বিদ্যালয় বা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ পেতে হবে এবং এই বিষয় ডিপ্লোমা ধারী হতে হবে।

৫. পদের নাম ~ যানবাহন চালক [ ল্যান্স নায়েক বা সমমানের ] – পুরুষ
সংখ্যা ~ ২ জন
স্কেল ~ ৯,৩০০ ~ ২২,৪৯০ টাকা
যোগ্যতা ~ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা ~ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা ~ যানবাহন চালানোতে ৩ বছরের অভিজ্ঞতা সম্পর্ন হতর হবে।

৬. পদের নাম ☞ সহকারী ওবিএম ড্রাইভার – পুরুষ
সংখ্যা ☞ ১১ জন
স্কেল ☞ ৯,০০০-২১,৮০০ ৳
যোগ্যতা ☞ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে পাশ করতে হবে।
অভিজ্ঞতা ☞ ১ বছর৷

৭. পদেন নাম ☞ গ্রীজার – পুরুষ
সংখ্যা ☞ ১ জন
স্কেল ☞ ৮,৮০০ – ২১,৩১০ ৳
যোগ্যতা ☞ এসএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা ☞ গ্রীজার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. পদের নাম ⇨ কমিউনিকেশন টেকনোলজি গ্রেড-৪ ~ পুরুষ
সংখ্যা ⇨ ২৭ জন
স্কেল ⇨ ৯,০০০ ~ ২১,৮০০ ৳
যোগ্যতা ⇨ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২.৫ জিপিএ সহ বিজ্ঞান বিভাগে।
অভিজ্ঞতা ⇨কমিউনিকেশন টেকনোলজি কাজে ২ বছরের অভিজ্ঞতা।

এই ক্যাটাগরিতে সকল বাহিনীর খবর দেওয়া হয়

৯. পদের নাম ➤ পরুষ =- সুকানি
সংখ্যা ➤ ৭ জন
স্কেল ➤ ৮,৫০০ – ২০,৫৭০ টাকা
যোগ্যতা ➤ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় সনদ প্রপ্ত হতে হবে।
অভিজ্ঞতা ➤ সুকানি কাজে ১ বছর অভিজ্ঞতা।

১০. পদের নাম ☞ বয়লার অপারেটর – পুরুষ
সংখ্যা ☞ ১ জন
স্কেল ☞ ৮,৮০০ ~ ২১,৩১০ টাকা
যোগ্যতা ☞ এসএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা ☞ উক্ত কাজে অভিজ্ঞতা ২ বছর।

১১. পদের নাম ~ সহকারী ইএম টেকনিশিয়ান – পুরুষ
সংখ্যা ~ ১ জন
স্কেল ~ ৯,০০০ – ২১,৮০০ ৳
যোগ্যতা ~ বিজ্ঞান শাখাতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১২. পদের নাম ⇨ সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান – পুরুষ
সংখ্যা ⇨ ৩ জন
স্কেল ⇨ ৯,০০০-২১,৮০০/-
যোগ্যতা ⇨ কোন স্বীকৃত বিদ্যালয় থেকে বিজান বিভাগে এসএসসি পরীক্ষায় পাশ ৩ জিপিএ।
অভিজ্ঞতা ⇨ এই পদে ২ বছর।

১৩. পদের নাম ➤ ইলেক্টিশিয়ান – পুরুষ
সংখ্যা ➤ ৫ জন
স্কেল ➤ ৯,০০০~ ২১,৮০০ টাকা
যোগ্যতা ➤ এসএসসি ( জিপিএ ৩) পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা ➤ ২ বছর।

১৪. পদের নাম ☞ সহকারী ডিএম – যানবাহন মেকানিক ~ পুরুষ
সংখ্যা ☞ ১ জন
স্কেল ☞ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
যোগ্যতা ☞ বিজ্ঞান বিভাগে জিপিএ ৩ এসএসসি পরীক্ষা।
অভিজ্ঞতা ☞ সংশ্লিস্ট কাজে ২ বছরের৷

১৫.  পদের নাম ~ পুরুষ – অফিস সহায়ক
সংখ্যা ~ ২ জন
স্কেল ~ ৮২৫০- ২০০১০ টাকা
যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ~ অফিস সহায়ক পদে ২ বছরের অভিজ্ঞতা।

১৬. পদের নাম ⇨ বাবুর্চি পুরুষ
সংখ্যা ⇨ ৪২ জন
স্কেল ⇨ ৮২৫০ ~ ২০০১০ টাকা
যোগ্যতা ⇨ কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় পাশ।

১৭. পদের নাম ~ মালি – পুরুষ
সংখ্যা ~ ৩ জন
স্কেল~ ৮২৫০ – ২০০১০ টাকা
যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা ⇨ মালি কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

১৮. পদের নাম ➤ পরিচ্ছন্নতা কর্মী – পুরুষ
সংখ্যা ➤  ১৪ জন
স্কেল ➤ ৮২৫০ – ২০০১০ /-
যোগ্যতা ➤ জেএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা সকল পদের ক্ষেত্রে :- প্রার্থীর বয়স ১৮ – ৩০ বছর। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ১৮ – ৩২ বছর।প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত।

আবেদনের নিয়ম :- sms এর মাধ্যমে আবেদন করতে হবে। ০৫-০৮-২০২৩ থেকে ১৪-০৮-২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *