Army Jobs

বিমান বাহিনী সদর দপ্তরে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

বিমান বাহিনী সদর দপ্তরে একটি সাপ্তাহিক চাকরির খবর প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি তে উল্লেখ আছে ৬৭ পদে ৩৯৬ জন নিয়োগ দেওয়া হবে। যদি কোন বাংলাদেশের নাগরিক বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তবে আবেদন করতে পারেন। আপনাদের বঝার জন্য পদ গুলো সারিবদ্ধ ভাগে সাজানো হলো। আবেদন চলছে। সাপ্তাহিক চাকরির খবর বিস্তারিত নিচে দেওয়া হলো:-

এক নজরে সাপ্তাহিক চাকরির খবর বিমান বাহিনী সদর দপ্তরে:-

প্রতিষ্ঠানের নাম:-বিমান বাহিনী সদর দপ্তর
চাকরির ধরন:-সরকারি চাকরি
পদ সংখ্যা:-৩৯৬
বৈবাহিক অবস্থান:-অবিবাহিত
আবেদনের মাধ্যম:-joinairforce-civ.baf.mil.bd
আবেদন শুরু:-১৭-১১-২০২৩
আবেদন শেষ:-১৭-১১-২০২৩
সূত্র:-যুগান্তর
সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

বিমান বাহিনী এর পদ সমূহ:-

১. পদের নাম:– ধর্মীয় শিক্ষক
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ১৪,১২০ থেকে ৩৩,৯৭০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাজিল পাস। ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সামর্থ্য হতে হবে।

২. পদের নাম:- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:- ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
পদ সংখ্যা:- ৫ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা:- স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ২য় বিভাগে। সাঁটলিপিতে টাইপিং মিনিটে বাংলা ৫০ শব্দ এবং ইংরেজি ৮০ শব্দ। কম্পিউটার কম্পোজ ইংরেজি ৩০ শব্দ এবং বাংলা ২৫ শব্দ।

Job Circular

৩. পদের নাম:- কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:- ৬ জন
বেতন স্কেল:- ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমানেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বোনিম্ন গতি বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ হতে হবে। Standard Aptitude Test পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম:- উচ্চমান করণিক
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
যোগ্যতা এবং অভিজ্ঞতা:- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৬ মাসের কোর্স থাকতে হবে কম্পিউটারে।

৫. পদের নাম:- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
যোগ্যতা এবং অভিজ্ঞতা:- ২য় শেণীতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বোনিম্ন বাংলা ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ। সাঁটলিপিতে গতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ।

৬. পদের নাম:- লাইব্রেরীয়ান
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোন প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স ডিপ্লোমা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।

৭.পদের নাম:- গবেষণাগার সহকারী
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস কাজে দক্ষতা থাকতে হবে।

৮. পদের নাম:- নকশাকার গ্রেড-৩
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। মেকানিক্যাল বা সিভিল ড্রাফটম্যানশীপ কোর্সে ২ বছরে উত্তীর্ন। অটোক্যাড ও কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে।

৯. পদের নাম:- মেকানিক্যাল ট্রন্সপোর্ট ড্রাইভার – এমটিডি
পদের নাম:- ২১ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।

১০. পদের নাম :- মিস্ত্রী ক্লাস – ১ [ এয়ারফ্রেম ফিটার ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর সাথে মেশিনিস্ট ট্রেড কোর্স অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ।

১১. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ আর্মমেন্ট ফিটার ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় পাশ। জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে পাশ হতে হবে।

১২. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ জেনারেল ফিটার ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৩. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ ইঞ্জিন ফিটার ]
পদ সংখ্যা:- ৬ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৪. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ ইলেকট্রিক ফিটার ]
পদ সংখ্যা:- ৭ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৫. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৬. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ ওয়্যারলেস ফিটার ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৭. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ ইসস্ট্রমেন্ট ফিটার ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৮. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ মেটাল ওয়ার্কার ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন কৃত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

১৯. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ কার্পেন্টার ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন কৃত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

২০. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ পেইন্টার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন কৃত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

২১. পদের নাম:- মিস্ত্রী ক্লাস – ১ [ ওয়েল্ডার ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন কৃত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

২২. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরি
পদ সংখ্যা:- ৩৪ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি সনদ ধারী হতে হবে। মুদ্রাক্ষরে গতি সর্বোনিম্ন বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ হবে।

২৩. পদের নাম:- স্টোরম্যান
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি সনদ ধারী হতে হবে। মুদ্রাক্ষরে গতি সর্বোনিম্ন বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ হবে।

২৪. পদের নাম:- মিডওয়াইফ
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী। ধাত্রীবিদ্যায় হিসাবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২৫. পদের নাম:- ফায়ার ফাইটার
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সনদ ধারী হতে হবে। এর সাথে ফায়ার ফাইটিং এ ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে।

২৬. পদের নাম:- ডাটা এন্ট্রি
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা‌:- যে কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় পাশ। কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিং মিনিটে ইংরেজি ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ। Standard Aptitude Test  সনদ থাকতে হবে।

২৭. পদের নাম:- মিস্ত্রী ক্লাস -২ [ জেনারেল মেকানিক ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট বা জেনারেল মেকানিক্স বা বয়লার ম্যানেজমেন্টর ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।

২৮. পদের নাম:- মিস্ত্রী ক্লাস -২ [ ইঞ্জিন মেকানিক ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট বা জেনারেল মেকানিক্স ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।

২৯. পদের নাম:- মিস্ত্রী ক্লাস -২ [ ইলেকট্রিক মেকানিক ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেশিনিস্ট বা জেনারেল মেকানিক্স বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।

৩০. পদের নাম:- মিস্ত্রী ক্লাস-২ [ মেটাল ওয়ার্কার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৩১. পদের নাম:- মিস্ত্রী ক্লাস-২ [ পেইন্টার ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৩২. পদের নাম:- মিস্ত্রী ক্লাস-২ [ ওয়েল্ডার ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৩৩. পদের নাম:- মিস্ত্রী ক্লাস-২ [ ফেব্রিক ওয়ার্কার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৩৪. পদের নাম:- মিস্ত্রী ক্লাস-২ [ বাইল্ডার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৩৫. পদের নাম:- ট্রেডসম্যান [ এয়ারফ্রেম মেকানিক ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট ট্রেড কোর্স ১ বছর মেয়াদী।

৩৬. পদের নাম:- ট্রেডসম্যান [ আর্মামেন্ট মেকানিক ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট ট্রেড কোর্স ১ বছর মেয়াদী।

৩৭. পদের নাম:- ট্রেডসম্যান [ জেনারেল মেকানিক ]
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট ট্রেড কোর্স ১ বছর মেয়াদী।

৩৮. পদের নাম:- ট্রেডসম্যান [ ইঞ্জিন মেকানিক ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট ট্রেড কোর্স ১ বছর মেয়াদী।

৩৯. পদের নাম:- ট্রেডসম্যান [ ইলেকট্রিক মেকানিক ]
পদ সংখ্যা:- ৭ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে ১ বছরের মেয়াদে।

৪০. পদের নাম:- ট্রেডসম্যান [ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ]
পদ সংখ্যা:- ৭ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ বছর মেয়াদী মেশিনিস্ট ট্রেড অথবা জেনারেল মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে।

৪১. পদের নাম:- ট্রেডসম্যান [ ওয়্যারলেস মেকানিক ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ বছর মেয়াদী রেডিও বা টিভি ট্রেড কোর্স থাকতে হবে।

৪২. পদের নাম:- ট্রেডসম্যান [ রাডার মেকানিক ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ বছর মেয়াদী রেডিও বা টিভি ট্রেড কোর্স থাকতে হবে।

৪৩. পদের নাম:- ট্রেডসম্যান [ গ্রাউন্ড সিগন্যালার ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

৪৪. পদের নাম:- ট্রেডসম্যান [ মেটাল ওয়ার্কার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।

৪৫. পদের নাম:- ট্রেডসম্যান [ কার্পেন্টার ]
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।

৪৬. পদের নাম:- ট্রেডসম্যান [ পেইন্টার ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

৪৭. পদের নাম:- ট্রেডসম্যান [ ওয়েল্ডার ]
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।

৪৮. পদের নাম:- ট্রেডসম্যান [ ফেব্রিক ওয়ার্কার ]
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।

৪৯. পদের নাম:- বেলুন মেকার
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্কুল থেকে বিজ্ঞান শাখাতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

৫০. পদের নাম:- মোয়াজ্জিনর
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
যোগ্যতা এবং অভিজ্ঞতা:- দাখিল পরীক্ষায় জিপিএ তে ৩.০০ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  কোরআনে হাফেজ ও ক্বারীদের অগ্রাধিকার।

৫১. পদের নাম:- দাই
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- মাধ্যমিক পরীক্ষা পাশ এবং দাই বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫২. পদের নাম:- অফিস সহায়ক
পদ সংখ্যা:- ৪৫ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

৫৩. পদের নাম:- লস্কর
পদ সংখ্যা:- ২৯ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

৫৪. পদের নাম:- লস্কর এয়ারক্রাফট
পদ সংখ্যা:- ৫ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

৫৫. পদের নাম:- মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার [ এমটিজি ]
পদ সংখ্যা:- ১০ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।

Job Circular

৫৬. পদের নাম:- লস্কর বার্ড শুটার
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৫৭. পদের নাম:- লস্কর স্পোর্টস মার্কার
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৫৮. পদের নাম:- লস্কর ফায়ার ফাইটার
পদ সংখ্যা:- ৭ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৫৯. পদের নাম:- লস্কর এন্টি ম্যালেরিয়া
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬০. পদের নাম:- লস্কর ওয়ার্ড বয়
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬১. পদের নাম:- বাবুর্চি
পদ সংখ্যা:- ৩০ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় সনদ থাকতে হবে। এই পদে ১ বছরের অভিজ্ঞতা।

৬২. পদের নাম:- মেসওয়েটার
পদ সংখ্যা:- ১৩ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬৩. পদের নাম:- ওয়াশার আপ
পদ সংখ্যা:- ১১ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬৪. পদের নাম:– মালী
পদ সংখ্যা:- ৮ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় সনদ থাকতে হবে। ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন কারীর।

৬৫. পদের নাম:- ওয়াচম্যান
পদ সংখ্যা:- ৪ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬৬. পদের নাম:- পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা:- ১৮ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়ার পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬৭. পদের নাম:- আয়া
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় সনদ থাকতে হবে।

সাপ্তাহিক চাকরির খবর বিমান বাহিনীর শর্ত গুলো:-

সাপ্তাহিক চাকরির খবর বিমান বাহিনীর আবেদন কারীর বয়স আগামী ১৭-১১-২০২৩ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধ কোঠার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ক্রমিক নং ২, ৫ এবং ২২ নং পদের জন্য বয়স ৪০ বছর হতে হবে।

সাপ্তাহিক চাকরির খবর, মৌখিক পরীক্ষার সময় যা আনতে হবে:-

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদ আনতে হবে। সকল অভিজ্ঞতা মূল সনদ থাকতে হবে।
  • যাদের কোঠা থাকবে তাদের কোঠার মূল সনদ থাকতে হবে। চারিত্রিক সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিত্ব সনদ আনতে হবে।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় জেলা প্রশাসক কতৃক প্রত্যায়ন পত্র।
  • এতিমদের জন্য সমাজ কতৃক প্রত্যায়ন পত্র।
govt job news bd

আবেনদের নিয়ম সাপ্তাহিক চাকরির খবর :-

  • অনলাইনে আবেদন করতে হবে।
  • ওয়েবসাইট হলো https://joinairforce-civ.baf.mil.bd
  • আবেদন শুরু ৩-১১-২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে।
  • আবেদন শেষ ১৭-১১-২০২৩ তারিখ বিকাল ৫ টা।
  • ফি প্রদান করতে হবে।
  • ক্রমিক নং ১ পদে ৩০০ টাকা, ২নং থেকে ৩৪ নং পদের জন্য ২০০ টাকা, ৩৫ নং থেকে ৬৭ নং পদের জন্য ১০০ টাকা দিতে হবে।
  • রঙিন ছবি ৩০০×৩০০ pix ও স্বাক্ষর ৩০০×৮০ pix.
  • আবেদন করার ৪৮ ঘন্টার মধ্যে এসএমএস না পেলে [email protected] এই ইমেলের মাধ্যমে জানাতে হবে।

বিজিবি তে ১৪৬ জন সাপ্তাহিক চাকরির খবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *