সুনামগঞ্জে ২৬ জন জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
সুনামগঞ্জ :-~ জেলা ও দায়রা জজ আদালতে লোকবল বাড়ানোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -। বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে ৮ম পাশ থাকলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সকল পদ গুলো সম্পর্কে নিচে দেওয়া হলো :–
ক.পদের নাম:~ স্টেনোগ্রাফার
পদ সংখ্যা:~ ২ জন
বেতন স্কেল:~ ১১,০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:~ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা:~ কম্পিউটারে টাইপিং ইংরেজি ৩৫ শব্দ এবং বাংলা ৩০ শব্দ। সাঁটলিপিতে গতি মিনিটে ইংরেজি ১০০ এবং বাংলা ৮০ শব্দ হতে হবে।
২.পদের নাম⇨ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা⇨ ৩ জন
বেতন স্কেল⇨ ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা⇨ কোন স্বীকৃত কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ।
অন্যান্য যোগ্যতা⇨ টাইপিং এ দক্ষতা বাংলা ২০ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ গতি।
৩.পদের নাম➤ জারীকারক
পদ সংখ্যা➤ ৪ জন
বেতন স্কেল➤ ৮,৫০০~২০,৫৭০ টাকা
শিক্ষাগত যোগ্যতা➤ কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪.পদের নাম☞ অফিস সহায়ক
পদ সংখ্যা☞ ৮ জন
বেতন স্কেল☞ ৮,২৫০ – ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ এসএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
৫.পদের নাম~ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা~ ১ জন
বেতন স্কেল~ ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা~ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ২য় বিভাগে।
অন্যান্য যোগ্যতা~ সাঁটলিপিতে গতি মিনিটে ইংরেজি ৭৫ এবং বাংলা ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং এর গতি মিনিটে থাকতে হবে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ।
৬.পদের নাম⇨ বেঞ্চ সহকারী
পদ সংখ্যা⇨ ১ জন
বেতন স্কেল⇨ ৯৩০০ ~ ২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা~ এইচএসসি পরীক্ষায় পাশ।
৭.পদের নাম~ অফিস সহায়ক
পদ সংখ্যা~ ১ জন
বেতন স্কেল~৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা~ ১০ ম শ্রেনীতে উত্তির্ন।
আবেদনের নিয়ম ➤ আবেদন পত্র সরাসরি বা ডাকযোগে আগামি ৩০ আগস্ট ২০২৩ তারিখে মধ্যে জমা দিতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
ঠিকানা ➤ চেয়ারম্যান, কর্মচারী নিয়োগ বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, সুনামগঞ্জ
=✘=✘=✘=✘=✘=
বিভাগীয় কমিশনার রংপুরে ৭ জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ :-
কমিশনার:- বিভাগীয় কমিশনার রংপুরে লোকবল বাড়ানো জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়৷ এই বিজ্ঞপ্তি তে উল্লেখ আছে ১ টি পদের জন্য ৭ জন নেওয়া হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই রংপুর বিভাগের স্থায়ী নাগরিক হতে হবে। অনলাইনে জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক আবেদন ফরম পূরণ করতে হবে। ১৬-আগস্ট-২০২৩ থেকে ২৪-আগস্ট-২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের পর ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে।
- নাম~ গাড়িচালক
- সংখ্যা~ ৭ জন
- স্কেল~ ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
- যোগ্যতা~ কোন বিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান হতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
–=-=-=-=-=-=-=-=–
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ৩১ জন নিয়োগ দেওয়া হবে
রাঙ্গমাটি:– রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মী বাড়ানোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন কৃত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে সর্বোচ্চ স্নাতক অথবা ডিগ্রী পাশ। সর্বোনিম্ন হতে হবে ৮ম শ্রেনীতে পাশ। যদি নিম্ন কোন পদে আপনি আবেদন করতে চান তবে সময় শেষ হবার আগে আবেদন করুন। ধন্যবাদ।
১.পদের নাম☞ সহকারী পরিদর্শক
পদ সংখ্যা☞ ১৪ জন
বেতন স্কেল☞ ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় সনদ ধারী হতে হবে
৩.পদের নাম➤ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা➤ ৬ জন
বেতন স্কেল➤ ৯,৩০০~২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা➤ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় পাশ।
অন্য যোগ্যতা➤ কম্পিউটার টাইপিং এ গতি মিনিটে ইংরেজি এবং বাংলা ২০ ও ২০ শব্দ।
৪.পদের নাম~ অফিস সহায়ক
পদ সংখ্যা~ ৯ জন
বেতন স্কেল~ ৮,২৫০ – ২০,০১০ ৳
শিক্ষাগত যোগ্যতা~ মাধ্যমিক পরীক্ষা পাশ থাকতে হবে।
৫.পদের নাম☞ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা☞ ১ জন
বেতন স্কেল☞ ৮,২৫০~২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা☞ জেএসসি পরীক্ষায় সনদ থাকতে হবে।
শর্তাবলি:- সকল প্রার্থী কে অবশ্যই রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় নাগরিক হতে হবে। আবেদন কারীকে অবশ্যই ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর নিকট দরখাস্ত এর মাধ্যে আবেদন করতে হবে।
=✘=✘=✘=✘=
খুলনা জেলা প্রশাসক ৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
খুলনা:– খুলনা জেলা প্রশাসকে ৩ জন নিয়োগ দেওয়া হবে। ২ টি পদে ৩ জন নেওয়া হবে। নিচে দেওয়া হলো।
- পদ~ সহকারী প্রশাসনিক কর্মকর্তা
- সংখ্যা~১ জন
- বেতন~ ১০,২০০ ~ ২৪,৬৮০৳
- শিক্ষা~ ২য় বিভাগে ডিগ্রি বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- যোগ্যতা~ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।
- পদ⇨ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- সংখ্যা⇨ ৩ জন
- স্কেল⇨ ৯৩০০~২২৪৯০ টাকা
- শিক্ষা⇨ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- যোগ্যতা⇨ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজি ২০ শব্দ।
➤ যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই খলনা জেলার নাগরিক হতে হবে। খুলনা জেলা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। ৭ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়, খুলনা তে আবেদন জমা দিতে হবে।