Government Jobs

স্থাপত্য অধিদপ্তরে ৩০ জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্থাপত্য অধিদপ্তর :-➤ স্থাপত্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে ৩০ জন নেওয়ার খবর দেওয়া হয়েছে। পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। সর্বনিম্ন জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী হতে পারবেন। আর কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্রিকার জন্য অপেক্ষা নয়, এখন থেকে এই ওয়েবসাইটে সব চাকরির খবর পাবেন।

ক. পদের নাম ~ লাইব্রেরিয়ান
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ১১,৩০০ – ২৭,৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতকোত্তর ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রন্থাগার বিজ্ঞান শাখাতে ২য় শ্রেনীতে।

খ. পদের নাম ⇨ সহকারী টেলিফোন অপারেটর
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন স্কেল ⇨ ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা ⇨ টেলিকমিউনিকেশন বা বৈদ্যুতিক ১ বছরের অভিজ্ঞতা।

গ. পদের নাম ➤ গাড়িচালক
পদ সংখ্যা ➤ ৯৩০০~২২৪৯০ ৳
বেতন স্কেল ➤ ১ জন
শিক্ষাগত যোগ্যতা ➤ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জুনিয়ার স্কুল সাটিফিকেট থাকতে হবে।
যোগ্যতা ➤ ভারী যানবাহনে দক্ষতা হতে হবে।

ঘ. পদের নাম ☞ সহকারী মডেল মেকার
পদ সংখ্যা ☞ ৩ জন
বেতন স্কেল ☞ ৮,৮০০ – ২১,৩১০ ৳
শিক্ষাগত যোগ্যতা ☞ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা ☞ ১ বছর

ঙ. পদের নাম ☞ অফিস সহায়ক
পদ সংখ্যা ☞ ২৪ জন
বেতন স্কেল ☞ ৮,২৫০ – ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ।

যে সব জেলার নাগরিকরা আবেদন করতে পারবে না :-➤ ক্রমিক নং ১ থেকে ৩ নং পদ =- রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, গাজীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও হবিগঞ্জ জেলা।

৪ থেকে ৫ নং পদের জন্য যে জেলা আবেদন করতে পারবে না :-➤ মাদারীপুর, শেরপুর, লক্ষীপুর, জামালপুর, ফেনী, নাটোর, খুলনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, বাগেরহাট, কুষ্টিয়া, বগুড়া, বাগেরহাট ও পটুয়াখালী জেলা।

এতিম এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের নিয়মাবলি :-– অনলাইনে আবেদন করতে পারবেন। ১০ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখের ভিতরে আবেদন করতে হবে। ফি জামা ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে। বাংলাদেশের নাগরিত্ব আছে এমন মানুষ আবেদন করতে পারবে।

=×=×=×=×=×➤➤➤

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণাতে ৪৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

×➤ পরমানু কৃষি গবেষণা তে ৪৭ জন লোকবল বাড়ানোর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই প্রঞ্জাপনে ১৩ টি পদে ৪৭ জন নেওয়া হবে। পদ গুলো কি কি, বেতন, সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা নিচে দেওয়া হলো। এই পোস্ট ২ টি চাকরির খবর দেওয়া আছে। কোন বিষয় কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন।

১. পদের নাম ~ সহকারী গ্রন্থাগারিক
স্কেল ~ ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ স্নাতকোত্তর ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে সহ গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে।

২. পদের নাম ~ উপ-সহকারী প্রকৌশলী 
স্কেল ~ ১৬,০০০-৩৮,৬৪০ ৳
সংখ্যা ~ ৩ জন
যোগ্যতা ~ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।

৩. পদের নাম ~ প্রকর্মী – ১ [টেকনিশিয়ান]
স্কেল ~ ১১,৩০০-২৭,৩০০ টাকা
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ অটোমোবাইল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে।

৪. পদের নাম ~ কম্পিউটার অপারেটর
স্কেল ~ ১১,০০০ – ২৬,৫৯০ ৳
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ ডিগ্রী অথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা ~ টাইপিং প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলা ২৫ শব্দ হতে হবে।

স্থানীয় বাংলাদেশর নাগরিকরা আবেদন করতে পারবে।

৫. পদের নাম ~ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
স্কেল ~ ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ ডিগ্রী বা স্নাতক পরীক্ষায় পাশ থাকলে হবে।
অন্যান্য যোগ্যতা ~ সাঁটলিপিতে বাংলা ৫০ শব্দ এবং ইংরেজি ৮০ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটার টাইপিং মিনিটে গতি বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।

৬. পদের নাম ~ হিসাব সহকারী { ইউডিএ – কাম – ক্যাশিয়ার }
স্কেল ~ ১১,০০০ থেকে ২৬,৫৯০ ৳
সংখ্যা ~ ৯ জন
যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ বাণিজ্য শাখাতে। সকল পরীক্ষায় ২য় শ্রেনীতে উত্তির্ন।

৭. পদের নাম ~ বৈজ্ঞানিক সহকারী-১
স্কেল ~ ১১,০০০-২৬,৫৯০/-
সংখ্যা ~ ৬ জন
যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পাশ দ্বিতীয় শ্রেনীতে।

৮. পদের নাম ~ বৈজ্ঞানিক সহকারী-২
স্কেল ~ ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
সংখ্যা ~ ১২ জন
যোগ্যতা ~ ২ য় শ্রেনীতে স্নাতক অথবা সমমানের পরীক্ষায় পাশ।

৯. পদের নাম ~ পিএ
স্কেল ~ ১০,২০০-২৪,৬৮০ ৳
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা ~ কম্পিউটার টাইপিং বাংলা ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ। সাঁটলিপিতে বাংলা ৫০ শব্দ এবং ইংরেজি ৮০ শব্দ গতি প্রতি মিনিটে।

১০.  পদের নাম ~ টেকনিশিয়ান-২
স্কেল~ ৯,৩০০-২২,৪৯০ টাকা
সংখ্যা ~ ২ জন
যোগ্যতা ~ ভোকেশনালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইলেক্টিক্যাল বিষয়ে।

। ফি জমা দেওয়ার সময় আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে।

১১. পদের নাম ~ মেকানিক
স্কেল ~ ৯,৩০০ থেকে ২২,৪৯০ /-
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ মেকানিক্যাল অটোমাইল বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাশ।

১২. পদের নাম ~ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
স্কেল ~ ৯,৩০০-২২,৪৯০৳
সংখ্যা ~ ৮ জন
যোগ্যতা ~ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ।
অন্যান্য যোগ্যতা ~ কম্পিউটার টাইপিং মিনিটে ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ।

১৩. পদের নাম ~ ওয়েল্ডার
স্কেল ~ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
সংখ্যা ~ ১ জন
যোগ্যতা ~ ইলেক্ট্রিক্যাল বা ওয়েলডিং শাখাতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ভোকেশনালে।
অভিজ্ঞতা ~ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

আবেদনের নিয়ম :~ বয়স ১৮ থেকে ৩০ কিন্তু মুক্তিযুদ্ধা কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৯-০৮-২০২৩ থেকে ২৯-০৮-২০২৩ তারিখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *