Private Jobs

১০ জন মাধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্কুল:– মাধ্যপাডা গ্রানাইট মাইন স্কুলে ১০ জন নিয়োগ দেওয়া হবে। শুধু মাএ ১ টি পদ বাদ বাকি ৯ টি পদে শিক্ষক নিয়োগ হবে। আপনি যদি শিক্ষাকতা পছন্দ করেন তবে, এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য। তাই আর দেরি না করে দ্রুত আবেদন করুন।

ক. পদের নাম ⇨সহকারী শিক্ষক [ রসায়ন-১, পদার্থ বিজ্ঞান-১, বাংলা-১ ]
পদ সংখ্যা ⇨ ৩ জন
বেতন ⇨১৬,০০০ – ৩৮৬৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা ⇨ আবেদন কৃত পদে স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে।

. পদের নাম ⇨ সহকারী শিক্ষক = তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ১৬,০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিজ্ঞান শাখাতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ. পদের নাম ⇨ সহকারী শিক্ষক = ইসলাম শিক্ষা
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ১৬,০০০ ~ ৩৮,৬৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা ⇨ ইসলাম শিক্ষা বিষয়ে কামেল ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ ২য় বিভাগে।

ঘ. পদের নাম ⇨ সহকারী হিসাবরক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা ⇨১ জন
বেতন ⇨ ১৬০০০ ~ ৩৮৬৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা ⇨ ফিন্যান্স বা হিসাববিজ্ঞান বিভাগে ডিগ্রী বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২য় বিভাগে।

ঙ. পদের নাম ⇨ সহকারী শিক্ষক প্রাথমিক স্তর
পদ সংখ্যা ⇨৩ জন
বেতন ⇨ ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ স্নাতক অথবা ডিগ্রী পাশ দ্বিতীয় বিভাগে।

চ. পদের নাম ⇨ অফিস সহকারী কাম ক্যাশিয়ার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ⇨১ জন
বেতন ⇨ ৯,৩০০ – ২২,৪৯ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ সর্বোনিম্ন ২য় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

আগামি ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রয়োজনীয় কাগজ ও পেঅর্ডার জমা দিতে হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

➤➤ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি তে লোকবল বাড়ানোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি তে ১২ জন নেওয়া হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো ::-=

১.পদের নাম ~ পোস্ট ডক্টরাল ফেলো
পদ সংখ্যা ~ ২ জন
স্কেল ~ ৬০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ~ পিএইচডি ডিগ্রী জীবপ্রযুক্তি শাখাতে। ৩ টি পরীক্ষায় ১ম বিভাগে হতে হবে।

২. পদের নাম ~ ডক্টরালা ফেলো
পদ সংখ্যা ~ ১ জন
স্কেল ~ ৪০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ~ পিএইচডি ডিগ্রীর জন্য নিবন্ধন কারী হতে হবে। ৩টি বিভাগে ১ম হতে হবে।

৩. পদের নাম ~ পোস্ট গ্রাজুয়েট ফেলো
পদ সংখ্যা ~ ৭ জন
স্কেল ~ ২৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ~  জীব প্রযুক্তি তে এমএসসি অথবা এমএস ধারী হতে হবে।

৪. পদের নাম~ এমএস বা এমএসসি থিসিস ফেলো
পদ সংখ্যা ~ ২ জন
স্কেল ~ ১৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ~ এমএসসি থিসিস গবেষণা কার্যক্রম নীতিমালা 

পোস্ট ডক্টরাল ফেলোশিপ এ পদে প্রার্থীর বয়স ৪৫ বছর। ডক্টরাল ফেলোশিপ এ বয়স ৩৫ বছর। অন্যন্য পদের ক্ষেত্রে ৩০ বছর। আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে পারবেন। ৩১-০৭-২০২৩ সকাল ১০ টা থেকে ৩০ আগস্ট ২০২৩ বিকাল ৪ টা। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। সময় শেষ হবার আগে এই পদ গুলোর মধ্যে আবেদন করতে পারবেন।

গোল্ডেন হারভেস্ট ইনফোটেকে নিয়োগ ২০২৩

গোল্ডেন হারভেস্ট ইনফোটেকে নিয়োগ ৪০০ জন। শুধু মাএ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ থাকলে আপনি ও আবেদন করতে পারবেন। পদ গুলো সম্পর্কে নিচে লেখা হলো :-

  • পদেন নাম ☞ ডাটা এন্ট্রি অপারেটর
  • পদ সংখ্যা ☞ ৪০০ জন
  • স্কেল ☞ প্রোডাকশন বেজড
  • চাকরির সময় ☞ ফুল টাইম
  • বয়স ☞ ১৮-৪৫
  • কর্মস্থল ☞ মহখলী ব্রাঞ্চ, ঢাকা
  • যোগ্যতা ☞ বাংলাদেশের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই কাজে কমপক্ষে ১বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

:~ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা সরাসরি অফিসে যোগাযোগ করতে পাবরেন। ২৫-০=-২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *