১৩ জন সিডিএ গার্লস স্কুল এন্ত কলেজে শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শিক্ষক নিয়োগ ~ সিডিএ গার্লস স্কুলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি জানতে আমাদের সাথে থাকুন। এই বিজ্ঞপ্তি বিস্তারিত নিচে দেওয়া হলো।
১. পদের নাম ~ সহকারী প্রধান শিক্ষক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ গ্রেড~৮
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক এ বি-এড প্রশিক্ষণপ্রাপ্ত ইনডেক্সধারী কর্তৃক নিবন্ধনধারী।
অভিজ্ঞতা ~ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে ১০ বছরের।
২. পদের নাম ~ সহকারী শিক্ষক :- গণিত-১ জন ও ইংরেজি-১ জন
পদ সংখ্যা ~ ২ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ উক্ত বিষয় স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম ~ সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি আই.সি.টি
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ কম্পিউটার ইজ্ঞিনিয়ারিং বা কম্পিউটার বিজ্ঞান এ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ। অথবা এই বিষয়ে ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা ধারী হতে হবে।
৪. পদ সংখ্যা ~ সহকারী শিক্ষক {শরীরচর্চা } মহিলা
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক এবং বি.পি-এড ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. পদের নাম ~ সহকারী শিক্ষক {ইসলাম ও নৈতিক শিক্ষা-মহিলা
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ ফাজিল এ ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম ~ সহকারী শিক্ষক { নৈতিক শিক্ষা ও হিন্দু ধর্ম }
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ সংস্কৃত বিষয় এ স্নাতক বা ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. পদের নাম ~ সহকারী শিক্ষক { নৈতিক শিক্ষা ও বৌদ্ধ ধর্ম }
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ পালি বিষয় সহ ডিগ্রী অথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮. পদেন নাম~ সহকারী শিক্ষক { গণিত-১, চারু ও কারুকলা-১, ইংরেজি -১, বিজ্ঞান-১ }
পদ সংখ্যা ~ ৪ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ এই বিষয়ে স্নাতক বা ডিগ্রি পরীক্ষায় পাশ।
৯ টি পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এর নিচে ২ টি খবর দেওয়া আছে।
৯. পদের নাম ~ প্রশাসন { প্রশাসনিক কর্মকর্তা }
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ~ বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা ডিগ্রী পাশ।
আবেদনের শেষ তারিখ -~ ০১-০৮-২০২৩ তারিখ।
~~~➤➤➤➤~~~➤➤➤
বেপজা পাবলিক স্কুল ও কলেজ এ ২ জনর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বেপজা পাবলিক স্কুল ও কলেজ ~ লোকবল বাড়ানোর লক্ষে ২ জন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো। এই পদে ৮ম পাশ থাকলে প্রার্থী হতে পারবেন। যদি এই পদে যোগ্যহন এবং আগ্রহীহন তবে আপনি প্রার্থী হতে পারবেন। বিস্তারিত নিচে ২ টি দেওয়া হল।
১. পদের নাম ~ ড্রাইভার
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৩০০-২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা ~ ৫বছরের গাড়ি চালানোতে অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম ~ হেলপার
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৮,২৫০ – ২০,০১০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ~ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি ~ আবেদন পত্র অধ্যক্ষ ও সচিব এর নিকট সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে৷
আবেদনের শেষ সময় ~ ২৭-০৮-২০২৩ তারিখ।
~~~~~➤➤➤{{{{~~~➤➤➤➤➤
৪ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১. পদের নাম ~ সহকারী অধ্যাপক { মাইক্রোবায়োলজি বিভাগ }
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~****
২. পদের নাম ~ প্রভাষক অর্থনীতি
পদ সংখ্যা ~ ৩ জন
বেতন স্কেল ~ ****
বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা ~ সাধারন শর্তা বলি সহ আবেদন করার নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া ~ অনলাইনে ফরম পূরণ করে – কুরিয়ার বা ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় ~ ১৭ অক্টোবর ২০২৩।