Government Jobs

১৫০ জন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে সাপ্তাহিক চাকরির খবর

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন:- ১৫০ জন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনএকটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।এই বিজ্ঞপ্তিতে ৪ টি পদে মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। আমরা সর্বপ্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করি। এই ওয়েবসাইটে পাবেন সকল প্রকার সরকারি ও বেসরকারি সাপ্তাহিক চাকরির খবর। এই বিজ্ঞপ্তির সূত্র ০৩-১০-২০২৩ তারিখে প্রতিদিন পত্রিকা। চাকরির খবর সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো। পোষ্টের নিচে কমেন্টের সুযোগ আছে আপনার সকল মন্তব্য কমেন্টে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এক নজরে

প্রতিষ্ঠানের নাম:ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
পদ সংখ্যা:
জন সংখ্যা:১৫০ জন
চাকরির ধরন:সরকারি
আবেদন ফি:৭৮১/-,৪৪৬/-
আবেদনের মাধ্যম:অনলাইন
আবেদন শুরুর সময়:৫ অক্টোবর ২০২৩
আবেদনের শেষ সময়:২৯ অক্টোবর ২০২৩
বয়স:৪০ বছর
আবেদন লিংক:sfdf.teletalk.com.bd

১৫০ জন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে সাপ্তাহিক চাকরির খবর

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।নিচে বিস্তারিত পদ গুলো সম্পর্কে লেখা হলো। যদি আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী হন তবে দ্রুত আবেদন করুন।শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আবেদন শুরুর পরে আবেদন করুন।বয়স:- ১নং পদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর (বিভাগীয় প্রার্থী ৪৫)।২, ৩ ও ৪ নং পদেন ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৯ বছর)।পদ গুলো নিচে দেওয়া হলো:-

১. পদের নাম:- আঞ্চলিক ব্যবস্থাপক
পদ সংখ্যা:- ৫
বেতন:- ৩৫,৫০০-৬৭,০১০
শিক্ষা:- স্নাতক অথবা সমমানের (২য় শ্রেণী)।
অভিজ্ঞতা:- ব্যবস্থাপক পদে ৫ বছর।

২. পদের নাম:- মাঠ কর্মকর্তা
পদ সংখ্যা:- ৫০
বেতন:- ১০,২০০-২৪৬৮০ টাকা
শিক্ষা:- উচ্চ মাধ্যমিক।

৩. পদের নাম:- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা:- ৫
বেতন:- ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষা:- এসএইচসি বা সমমানের পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা:- ডাটা এন্ট্রি অপারেটরে দক্ষতা থাকতে হবে।

৪. পদের নাম:- মাঠ সংগঠন
পদ সংখ্যা:- ৯০
বেতন:- ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষা:- উচ্চ মাধ্যমিক

পদের ভিত্তিতে জেলা:-
১ নং এবং ৩ নং পদের জন্য সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবে। ক্রমিক নং ২- পদের জন্য পাবনা, পটুয়াখালী, রাজশাহী, সিরাজগঞ্চ ও চাঁপাইনবাবগঞ্জের জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন না। ৪নং ক্রমিক পদের জন্য – সাতক্ষীরা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, লালমনিরহাট, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাগরিকরা আবেদন করতে পারবে না।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে সাপ্তাহিক চাকরির খবর এ মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে:-

.অনলাইন আবেদনের ফটোকপি।
. ৪ টি ছবি সত্যায়িত থাকতে হবে। শিক্ষাগত সনদেন মূল বা সত্যায়িত পত্র।

আবেদন করার নিয়ম:- সকল প্রার্থীকে অবশ্যই sfdf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু- ৫ অক্টোবর ২০২৩, সকাল ১০ টা। আবেদন শেষ সময় ২৯ অক্টোবর ২০২৩ বিকাল ৫ টা। আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। ক্রমিক ১নং পদের জন্য ফি ৭৮১ টাকা।ক্রমিক ২নং ও ৪নং পদের জন্য ৪৪৬ টাকা। ১ম এসএমএস:- SFDF<Space> User ID লিখে sms ১৬২২২ নাম্বারে। ২য় এসএমএস:- SFDF<space>Yes<Space>PID লিখে একই নাম্বারে এসএমএস করতে হবে।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে সাপ্তাহিক চাকরির খবর, অফিস:- ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রধান কার্যলয় পল্লী ভবন ৭ম তলা,কাওরান বাজার, ঢাকা।

সাপ্তাহিক চাকরির খবর

বস্ত্র অধিদপ্তরে ২ জন, সাপ্তাহিক চাকরির খবর

বস্ত্র অধিদপ্তর:- বস্ত্র অধিদপ্তরে ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এই পদ দুটি সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। এই বিজ্ঞপ্তিতে সর্বোনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। আপনার যদি এইচএসসি সনদ থাকে তবে সময় শেষ হবার আগে আবেদন করুন। যাতে এই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেন। সকল সরকারি চাকরির খবর পাবেন govtjobnewsbd.com এই ওয়েবসাইটে। তাই সব সময় আমাদের সাথে থাকুন এবং আপনার বেকারত্ব দূর করুন।

বস্ত্র অধিদপ্তরের চাকরির খবর এক নজরে

প্রতিষ্ঠানের নাম:বস্ত্র অধিদপ্তর
পদ সংখ্যা:
জন সংখ্যা:
আবেদনের ফি:১০ টাকার ডাকটিকিট
আবেদন শুরু:
আবেদন শেষ:২ নভেম্বর ২০২৩
লিঙ্গ:পুরুষ-নারী
চাকরির ধরন:সরকারি চাকরি
বয়স:১৮-৩০ বছর
আবেদন ধরন:ডাকযোগ
সূত্র:যুগান্তর

বস্ত্র অধিদপ্তরে ২ জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বস্ত্র অধিদপ্তর এই সাপ্তাহিক চাকরির খবর এ নিয়োগ খবর দেয়। আমরা সপ্তাহ জুড়ে খবর প্রকাশ করি।
প্রকল্প পরিচালক, শীর্ষক উন্নয়ন প্রকল্প, বস্ত্র অধিদপ্তর, বিটিএমসি ভবনের ১২ তলা, কাওরান বাজার ৭-৯, ১২১৫-ঢাকা তে অফিস চলাকালীন সময়ে ডাকাযোগে আবেদন পত্র পাঠাতে হবে। মৌখিক পরীক্ষা সহ অন্য পরীক্ষায় মূল সনদ আনতে হবে।

আবেদন পত্রের সাথে পাঠাতে হবে:-
.সকল পরীক্ষার সত্যায়িত সনদ পএ।
.অভিজ্ঞতা সনদ এবং সত্যায়িত ছবি।

ফি:- ১০০ টাকা পোস্টাল অডার করতে হবে। আবেদন পত্রের সাথে ১০ টাকার ডাকটিকিট সহ ফেরত খাম পাঠাতে হবে।

খুলনা জেলা প্রশাসক কার্যালয় একটি চাকরির খবর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *