Government Jobs

১৭৫ জন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

হবিগঞ্জ :- সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১২ টি পদে ১৭৫ জন নিয়োগ দেওয়া হবে। এটি একটি বড় বিজ্ঞপ্তি। সর্বনিম্ন পাশ হলো জেএসসি, জেএসসি সনদ থাকলে আপনি চাইলে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের সম্পর্কে জানতে চাইলে নিচে ভিজিট করুন।

১. পদের নাম ~ মেডিকেল টেকনোলজিষ্ট { ল্যাবঃ }
পদ সংখ্যা ~ ১০ জন
বেতন স্কেল ~ ১২,৫০০ – ৩০,২৩০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ ল্যাব – মেডিকেল টেকনোলজিষ্ট এ ডিপ্লোমা সনদ থাকতে হবে।

২. পদের নাম ~ মেডিকেল টেকনোলজিষ্ট ( ডেন্ট্ল)
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ১২,৫০০ – ৩০,২৩০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ মেডিকেল টেকনোলজি ( ডেন্টাল ) এ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

৩. পদের নাম~ ফার্মাসিস্ট
পদ সংখ্যা ~ ২৬ জন
বেতন স্কেল ~ ১২,৫০০ – ৩০,২৩০৳
শিক্ষাগত যোগ্যতা ~ ফার্মাসিস্ট এ ডিপ্লোমা সনদ থাকতে হবে।

৪. পদের নাম ~ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ~ ২ জন।
বেতন স্কেল ~ ১১,০০০ – ২৬,৫৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগে থাকতে হবে।
অন্য যোগ্যতা ~ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ।

৫. পদের নাম ~ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা ~ ১ জন।
বেতন স্কেল ~ ১০,২০০ – ২৪,৬৮০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পাশ ২য় শ্রেনীতে।
অন্য যোগ্যতা ~ টাইপিং মিনিটে বাংলা ২৫ এবং ইংরেজি ৩০ শব্দ। সাঁট লিপিতে গতি বাংলা ৪৫ শব্দ এবং ইংরেজি ৭০ শব্দ। কম্পিউটার ব্যবহারের জন্য ডাটা এন্ট্রি, ওয়্যার্ড প্রসেসিং, টাইপিং সহ বিভিন্ন ধরনের কাজ জানতে হবে৷

৬. পদের নাম ~ পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা ~ ৪ জন
বেতন স্কেল ~ ১০,২০০ – ২৪,৬৮০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ বাংলাদেশের স্বকৃীত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গনিত, অর্থনীতি, পরিসংখ্যান এ স্নাতক বা ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্য যোগ্যতা ~ কম্পিউটারে দক্ষ হতে হবে।

৭. পদের নাম ~ কোল্ড চেইন টেকনিশিয়ান।
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৭০০ – ২৩,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ রেফ্রিজারেশনে উচ্চ মাধ্যমিক ভকেষনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. পদের নাম~ কীট তত্ত্বীয় টেকনিশিয়ান
পদ সংখ্যা ~ ১
বেতন স্কেল ~ ৯৭০০-২৩৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৯. পদের নাম ~ স্টোর কিপার
পদ সংখ্যা ~ ৩ জন
বেতন স্কেল ~ ৯,৩০০ – ২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১০. পদের নাম ~ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ~ ৪ জন
বেতন স্কেল – ৯৩০০~২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পাশ থাকতো হবে।
অন্য যোগ্যতা ~ ডাঢা এন্ট্রি, ওয়ার্ড় প্রসেসিং, টাইপিং ইত্যাতিতে দক্ষতা থাকতে হবে। টাইপিং এ গতি ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ।

১১. পদের নাম ~ স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা ~ ১২০ জন
বেতন স্কেল ~ ৯৩০০ – ২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

১২. পদের নাম ~ গাড়ি চালক
পদ সংখ্যা ~ ২ জন
বেতন স্কেল ~ ৯৩০০-২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ~ চাইসেন্স ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি পাবে।

যে জেলার নাগরিকরা আবেদন করতে পারবে ~ ১-৩ নং পদের জন্য দেশের সকল জেলা। ক্রমিক নং ৪-১২ পদের জন্য শুধু মাত্র হবিগঞ্জ জেলার নাগরিকরা আবেদন করতে পারবে।

আবেদনের সময় বয়স ~ সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছর। মুক্তিযুদ্ধা কোঠার ক্ষেত্রে সর্বচ্চো ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া ~ অনলাইনে সকল প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনর শুরুর সময় ~ ২৩-০৭-২০২৩, সকাল ১০টা 🌴
আবেদনের শেষ সময় ~ ১৩-০৮-২০২৩, বিকাল ৫ টা 🌴

—-~~~~-➤➤➤➤—-➤➤➤

সিলেট সিভিল সার্জন কার্যালয়ে ২৩৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

সিলেট ::– সিভিল সার্জন কার্যালয় সিলেটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২৩৩ জন নিয়োগ দেওয়া হবে ১০ টি পদে। এই পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হয়েছে। যদি এর মধ্যে কোন পদে আপনি আগ্রহী হন তবে সময় শেষ হবার আগে আবেদন করতে পারবেন। আপনার সুবিধার জন্য নিচে সাজিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা হয়েছে৷ সর্বশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন।সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

১. পদের নাম ➤ ফার্মাসিস্ট
পদ সংখ্যা ➤ ৩ জন
বেতন ➤ ১২,৫০০ – ৩২,২৪০৳
শিক্ষাগত যোগ্যতা ➤ রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে কাউন্সিল ফার্মেসি তে। ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে ফার্মেসি তে৷

২. পদের নাম ➤ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব
পদ সংখ্যা ➤ ১৬ জন
বেতন ➤ ১২,৫০০ – ৩২,২৪০ ৳
শিক্ষাগত যোগ্যতা ➤ মেডিকেল টেকনোলজি ল্যাবে ডিগ্রী সনদ থাকতে হবে।

৩. পদের নাম ➤ মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল
পদ সংখ্যা ➤ ৫ জন
বেতন ➤ ১২৫০০-৩২২৪০৳
শিক্ষাগত যোগ্যতা ➤ বাংলাদেশের স্বকৃীত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি তে ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম ➤ পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা ➤ ৪ জন।
বেতন ➤ ১০,২০০ – ২৪,৬৮০৳
শিক্ষাগত যোগ্যতা ➤ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গনিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে ডিগ্রী অথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম ➤ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ➤ ১৭ জন
বেতন স্কেল ➤ ৯৩০০ – ২২৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ➤ এইচএসসি পাশ।
অন্য যোগ্যতা – কম্পিউটার টাইপিং এ মিনিটে নিম্ন গতি ইংরেজি ও বাংলা তে ২০ শব্দ হতে হবে।

৬. পদের নাম ➤ স্টোর কিপার
পদ সংখ্যা ➤ ৯ জন
বেতন ➤ ৯,৩০০ – ২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ➤ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. পদের নাম ➤ ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা ➤ ১ জন।
বেতন ➤ ৯৩০০ ~ ২২৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ➤ এইচএসসি সনদ থাকতে হবে।

৮. পদের নাম ➤ ওযার্ড মাস্টার
পদ সংখ্যা ➤ ১ জন।
বেতন ➤ ৯৩০০~২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ➤ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯. পদের নাম ➤ গাড়ি চালক
পদ সংখ্যা ➤ ৮ জন।
বেতন ➤ ৯,৩০০-২২,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ➤ জেএসসি পরীক্ষায় পাশ। চাইসেন্স থাকতে হবে।

১০. পদের নাম ➤ স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা ➤ ১৬৯ জন।
বেতন ➤ ৯,৩০০~২২,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ➤ স্বীকৃত প্রতিষ্ঠান গতে এইচএসসি পাশ।

:-~➤ আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে ও অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন জেলা :_➤ ১থেকে ৩ নং পদের ক্ষেত্রে দেশের সকল জেলা।
৪ থেকে ১০ নং পদেন ক্ষেত্রে শুধু মাএ সিলেট জেলার নাগরিকরা আবেদন করতে পারবে।

আবেদনের সময় শুরু :-➤ ২৩ জুলাই ২০২৩, রাত ১২ টা।
আবেদন শেষ সময় :-➤ ১২ আগস্ট ২০২৩, রাত ১১:৫৯ মিনিট।

ফি :-➤ আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *