Army Jobs

১৯ জন প্রয়াস চট্টগ্রাম সেনানিবাস এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চট্টগ্রাম সেনানিবাস ::- চট্টগ্রাম সেনানিবাস এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৮ টি পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন জেএসসি সনদ থাকলে আপনি ও আবেদন করতে পারবেন। পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো।

১. পদের নাম ⇨ অকুপেশনাল থেরাপিস্ট।
পদ সংখ্যা ⇨ ১ জন।
বেতন ⇨ ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ বিএসসি ইন – ১ বছরের ইন্টার্নশিপ সম্পন্ন ও অকুপেশনাল থেরাপি।
অভিজ্ঞতা ⇨ কম পক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে প্রথম স্কেলে বেতন দেওয়া হবে।

২. পদের নাম ⇨ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ অকুপেশনাল থেরাপি { বিএসসি ইন }, ইন্টার্নশিপ ১ বছরের।
অভিজ্ঞতা ⇨ পাঁচ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে নবম স্কেলের বেতন পাবেন।

৩. পদের নাম ⇨ সাইকোলজিস্ট খন্ডকালীন
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন স্কেল ⇨ আলোচনা সাপেক্ষ।
শিক্ষাগত যোগ্যতা ⇨ সাইকোলজি বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অগ্রাধিকার ⇨ ক্লনিকাল বা কাউন্সিলিং বা এডুকেশনাল বা ডেভেলাপমেন্টল বা স্কুল – মাস্টার্স ইন সাইকোলজি।

৪. পদের নাম ⇨ আচরণগত / অটিজম স্পেশালিস্ট – খন্ডকালীন
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ আলোচনা এর মাধ্যমে নির্ধারন।
শিক্ষাগত যোগ্যতা ⇨ আচরণগত বা অটিজম স্নাতক বা ডিগ্রি পাশ। abc & abc method,  rbt বিশেষজ্ঞদের অগ্রাধিকার।
অভিজ্ঞতা ⇨ কম পক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম ⇨ শারীরিক শিক্ষক
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ১০ম গ্রেডে
শিক্ষাগত যোগ্যতা ⇨ বিপিএড বিভাগে স্নাতক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬. পদের নাম ⇨ জুনিয়র শিক্ষক
পদ সংখ্যা ⇨ ৮ জন
বেতন ⇨ গ্রেড ১১ তম।
শিক্ষাগত যোগ্যতা ⇨ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় পাশ।

৭. পদের নাম⇨ শ্রেনী সহকারী
পদ সংখ্যা ⇨ ৫ জন
বেতন ⇨ ২০ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ⇨ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. পদের নাম ⇨ মালি
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ গ্রেড ২০ তম
শিক্ষাগত যোগ্যতা ⇨ জেএসসি সনদ থাকতে হবে।

আবেদনের সময় :– ০১-০৯-২০২৩

চট্টগ্রাম সেনানিবাস আবেদনের নিয়ম :– ডাকযোগে আবেদন পত্র জমা দিতে হবে।

ঠিকানা ⇨ প্রিন্সিপাল প্রয়াস – চট্টগ্রাম, জাহাঙ্গীর লাইন, চট্টগ্রাম সেনানিবাস।

—–➤➤{➤➤☞☞☞☞➤➤➤

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে নিয়োগ বিজ্ঞপ্তি, উপরে সেনানিবাস আছে।

সাবমেরিন ক্যাবল :- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে লোকবল বাড়ানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। ৭ জন নেওয়া হবে ৩টি পদে। সব ধরনের চাকরির খবর এই ওয়েবসাইটে পাবেন। সকল প্রকার সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। যদি কোন বিষয় জানার থাকে তবে কমেন্টে বা ই-মেইল এ জানাতে পারেন এই পোস্টে একাধিক চাকরির খবর দেওয়া হয়েছে।

  • পদের নাম ☞ সহকারী ব্যবস্থাপক প্রকৌশল
  • পদ সংখ্যা ☞ ৩ জন
  • স্কেল ☞ ৫৮,০৭৫ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ☞ বিএসসি ইঞ্জিনিয়ারিং।
  • পদের নাম ☞ উপসহকারী ব্যবস্থাপক { প্রকৌশল }
  • পদ সংখ্যা ☞ ৪ জন
  • স্কেল ☞ ৪৫,১৭৫ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ☞ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা ☞ ২ বছর কাজের অভিজ্ঞতা। 

আবেদনের প্রক্রিয়া ::- অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় ::– ২৭ আগস্ট ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *