Army Jobs

১৯ জন প্রয়াস চট্টগ্রাম সেনানিবাস এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চট্টগ্রাম সেনানিবাস ::- চট্টগ্রাম সেনানিবাস এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৮ টি পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন জেএসসি সনদ থাকলে আপনি ও আবেদন করতে পারবেন। যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান তারা আজই আবেদন করুন। পদ গুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো।

১. পদের নাম ⇨ অকুপেশনাল থেরাপিস্ট।
পদ সংখ্যা ⇨ ১ জন।
বেতন ⇨ ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ বিএসসি ইন – ১ বছরের ইন্টার্নশিপ সম্পন্ন ও অকুপেশনাল থেরাপি।
অভিজ্ঞতা ⇨ কম পক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে প্রথম স্কেলে বেতন দেওয়া হবে।

২. পদের নাম ⇨ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ⇨ অকুপেশনাল থেরাপি { বিএসসি ইন }, ইন্টার্নশিপ ১ বছরের।
অভিজ্ঞতা ⇨ পাঁচ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে নবম স্কেলের বেতন পাবেন।

৩. পদের নাম ⇨ সাইকোলজিস্ট খন্ডকালীন
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন স্কেল ⇨ আলোচনা সাপেক্ষ।
শিক্ষাগত যোগ্যতা ⇨ সাইকোলজি বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অগ্রাধিকার ⇨ ক্লনিকাল বা কাউন্সিলিং বা এডুকেশনাল বা ডেভেলাপমেন্টল বা স্কুল – মাস্টার্স ইন সাইকোলজি।

৪. পদের নাম ⇨ আচরণগত / অটিজম স্পেশালিস্ট – খন্ডকালীন
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ আলোচনা এর মাধ্যমে নির্ধারন।
শিক্ষাগত যোগ্যতা ⇨ আচরণগত বা অটিজম স্নাতক বা ডিগ্রি পাশ। abc & abc method,  rbt বিশেষজ্ঞদের অগ্রাধিকার।
অভিজ্ঞতা ⇨ কম পক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম ⇨ শারীরিক শিক্ষক
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ ১০ম গ্রেডে
শিক্ষাগত যোগ্যতা ⇨ বিপিএড বিভাগে স্নাতক পরীক্ষায় সনদ থাকতে হবে।

৬. পদের নাম ⇨ জুনিয়র শিক্ষক
পদ সংখ্যা ⇨ ৮ জন
বেতন ⇨ গ্রেড ১১ তম।
শিক্ষাগত যোগ্যতা ⇨ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় পাশ।

৭. পদের নাম⇨ শ্রেনী সহকারী
পদ সংখ্যা ⇨ ৫ জন
বেতন ⇨ ২০ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ⇨ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. পদের নাম ⇨ মালি
পদ সংখ্যা ⇨ ১ জন
বেতন ⇨ গ্রেড ২০ তম
শিক্ষাগত যোগ্যতা ⇨ জেএসসি সনদ থাকতে হবে।

আবেদনের সময় :– ০১-০৯-২০২৩

চট্টগ্রাম সেনানিবাস আবেদনের নিয়ম :– ডাকযোগে আবেদন পত্র জমা দিতে হবে।

ঠিকানা ⇨ প্রিন্সিপাল প্রয়াস – চট্টগ্রাম, জাহাঙ্গীর লাইন, চট্টগ্রাম সেনানিবাস।

—–➤➤{➤➤☞☞☞☞➤➤➤

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে নিয়োগ বিজ্ঞপ্তি, উপরে সেনানিবাস আছে।

সাবমেরিন ক্যাবল :- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে লোকবল বাড়ানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। ৭ জন নেওয়া হবে ৩টি পদে। সব ধরনের চাকরির খবর এই ওয়েবসাইটে পাবেন। সকল প্রকার সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। যদি কোন বিষয় জানার থাকে তবে কমেন্টে বা ই-মেইল এ জানাতে পারেন এই পোস্টে একাধিক চাকরির খবর দেওয়া হয়েছে।

  • পদের নাম ☞ সহকারী ব্যবস্থাপক প্রকৌশল
  • পদ সংখ্যা ☞ ৩ জন
  • স্কেল ☞ ৫৮,০৭৫ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ☞ বিএসসি ইঞ্জিনিয়ারিং।
  • পদের নাম ☞ উপসহকারী ব্যবস্থাপক { প্রকৌশল }
  • পদ সংখ্যা ☞ ৪ জন
  • স্কেল ☞ ৪৫,১৭৫ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা ☞ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা ☞ ২ বছর কাজের অভিজ্ঞতা। 

আবেদনের প্রক্রিয়া ::- অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় ::– ২৭ আগস্ট ২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শূন্য পদ পূরনের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে ২ টি পদে ৮ জন নেএয়া হবে। এই পদের বেতন ৫৩,০৬০ টাকা এবং ৬৭,০১০ টাকা। যদি কোন প্রার্থী এই পদে আবেদন করতে চান তবে আবেদন করতে পারবেন। বিস্তারিত :—

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

প্রতিষ্ঠানের নাম:রাজশাহী বিশ্ববিদ্যালয়
পদ সংখ্যা:-৮ জন
বেতন স্কেল:-৫৩,০৬০ ও ৬৭,০১০ টাকা
পদ:-২ টি
চাকরির ধরন:-সরকারি
আবেদনের শেষ সময়:-৫ নভেম্বর ২০২৩
আবেদনের মাধ্যম:-
ওযেবসাইট:-www.ru.ac.bd
সূত্র:-যুগান্তর
চাকরির খবর

আবেদন পত্র জমা দিতে হবে ৫ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে। যারা আবেদন করবে তাদেরকে আবেদনের ৯ সেট দরখাস্ত বিশ্ববিদ্যালয়ের দপ্তরে জমা দিতে হবে। পরীক্ষার দিন অবশ্যই সকল কাগজ নিযে উপস্থিত হতে হবে। ম্যানেজমেস্ট বিভাবে অনার্শ পরীক্ষায় পাশ থাকলে হবে। যাদের আবেদন করার জোগ্যতা আছে শুধু মাএ তকরকই আবেদন করতে পারবে। যারা আবেদন করবে তারা আজই আবেদন করুন ও নিজের বেকারত্ব দূর করুন। সকল বিজ্ঞপ্তি জানতে আমাদের সাথে থাকুন। যাতে সকল বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌছাতে পারি

ক. পদের নাম:- প্রভাষক
পদ সংখ্যা:- ৩ টি
বেতন:- ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
চাকরির আয়ু:- স্থায়ী পদ।

খ. পদের নাম:- সহকারী অধ্যাপক
পদ সংখ্যা:- ৫ টি
বেতন স্কেল:- ৩৫,৫০০ থেকে ৬৭, ০১০ টাকা।
ধবরন:- স্থায়ী পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *