২৪ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, Govt Job Circular 2023 ~~ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শূন্ পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৭ টি এবং নিয়োগ দেওয়া হবে ২৯৪ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। যে সকল জেলার নাম দেওয়া হয়েছে। সম্পর্ন বিজ্ঞপ্তি- Job circular 2023 -নিচে দেওয়া হলো।
১. পদের নাম ☞ সিনিয়র ইন্সট্রাক্টর
পদ সংখ্যা ☞ ৩ জন
বেতন ☞ ৩৫৫০০-৬৭০১০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা।
২. পদের নাম ☞ সহকারী পরিচালক
পদ সংখ্যা ☞ ৫ জন
বেতন ☞ ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা
৩. পদের নাম ☞ গবেষণা কর্মকর্তা
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের
সহ এসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার
চালনায় দক্ষতা।
৪. পদের নাম ☞ ফিল্ড
অফিসার
পদ সংখ্যা ☞ ২৬ জন
বেতন ☞ ১৬০০০-৩৮৬৪০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ ক,দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ
জন কম্পিউটার চালনায় দক্ষতা; (খ) উচ্চতা: পুরুষদের
ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে
অন্যুন ৫ ফুট। (গ) বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত)
৫. পদের নাম ☞ কম্পিউটার
টেকনিশিয়ান
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ১২৫০০-৩০২৫০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বৎসরের
ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা
৬. পদের নাম – কম্পিউটার
অপারেটর
পদ সংখ্যা ☞ ৩ জন
বেতন ☞ ১১০০০-২৬৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ
সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
৭.পদের নাম ☞ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ☞ ৬ জন
বেতন ☞ ১০,২০০-২৪,৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী। সাঁটলিপিতে গতি-{ক} বাংলা-প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ {খ}ইংরেজিপ্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ। কম্পিউটার
মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি {ক}বাংলা-প্রতি মিনিটে
সর্বনিম্ন ২৫শব্দ {খ} ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ এছাড়া, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার
দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৮.পদের নাম ☞ ফটোগ্রাফার পদ সংখ্যা ☞ ৪ জন
বেতন ☞ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত। ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি
অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৯. পদের নাম ☞ ওয়্যালেস অপারেটর
পদ সংখ্যা ☞ ২১ জন
বেতন ☞ ৯,৭০০-২৩,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণসহ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে
যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞানসম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও
প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
তবে, টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
১০.পদের নাম ☞ অফিস অ্যাসিসট্যান্ট
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ☞ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
১১.পদের নাম ☞ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ☞ ৪ জন
বেতন ☞ ৯,৩০০-২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (ক) বাংলা-প্রতি
মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ (খ) ইংরেজি প্রতি মিনিটে
সর্বনিম্ন ২০ শব্দ এছাড়া, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং,
ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও
অভিজ্ঞতা থাকতে হবে।
১২. পদের নাম ☞ ল্যাবরেটরি
অ্যাসিসট্যান্ট
পদ সংখ্যা ☞ ৩ জন
বেতন ☞ ৯,৩০০-২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
জন উত্তীর্ণ। ফটো ক্যামিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান,
ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণে অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট
বিষয়ে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
১৩. পদের নাম ☞ রিসিপশনিস্ট
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ৯,৩০০-২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড
ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৯৩০০দক্ষ হতে হবে। (গ) উচ্চতা:পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৬ ইঞ্চি এবং
মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ২ইঞ্চি। বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি {সম্প্রসারিত}।
১৪. পদের নাম ☞ ফিল্ড স্টাফ পদ সংখ্যা ☞১৭৫ জন
বেতন ☞ ৯০০০-২২,৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ। (খ) উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে
অন্যুন ৫ ফুট ৪ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে
অন্যূন ৫ফুট; (গ) বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩১-৩৩
ইঞ্চি (সম্প্রসারিত)
১৫.পদের নাম ☞ ডার্করুম
অ্যাসিসট্যান্ট
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ৮,৮০০-২১,৩১০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় শিক্ষক
জন উত্তীর্ণ; (খ) ফটোগ্রাফিক ল্যাবরেটরি ডার্করুমে ও
বৎসর কর্মের অভিজ্ঞতা: (গ) ক্যামেরা পরিচালনা ও
ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাঙৰ জ্ঞান (ঘ) সংশ্লিষ্ট
বিষয়ে কম্পিউটার চালনায় দক্ষতা।
১৬.পদের নাম ☞ ডেসপ্যাচ
পদ সংখ্যা ☞ ১ জন
বেতন ☞ ৮,৮০০-২১,৩১০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ
জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইলেন্সধারী হতে
হবে; (গ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
১৭.অফিস সহায়ক
পদ সংখ্যা ☞ ৩৩ জন
বেতন ☞ ৮২৫০-২০০১০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যারা আবেদন করতে পারবে ☞ ক্রমিক নং ১-৬, ৮,
১০-১৩, ১৫, ১৬ পদের ক্ষেত্রে সকল জেলা।
ক্রমিক নং ৭ পদের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধা ও সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। {এতিম কোটার উপযুক্ত যে কোন
জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন}।
ক্রমিক নং- ৯ পদের ক্ষেত্রে ঢাকা, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী, রাজশাহী
পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার আবেদন করতে পারবে। {এতিম কোটার উপযুক্ত যে কোন জেলার বিষয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবে}।
ক্রমিক নং- ১৪ পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর
কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম,
কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী,
রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া,
রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট,
মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। {এতিম কোটার উপযুক্ত যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন}।
ক্রমিক নং -১৭ পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর,
যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। {এতিম কোটার উপযুক্ত যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন}।
বয়স ~ নং ১ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
বয়স~ নং ২ হতে ১৭ পর্যন্ত বর্ণিত পদসমূহের ক্ষেত্রে
সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ
নায়াখালী মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া ☞ অনলাইনে করতে হব http:cnp.teletalk.com.bd
আবেদন শুরু ☞ ৩০/০৪/২০২৩ ~ দুপুর ১২ টা
আবেদন শেষ ☞ ১৫/০৫/২০২৩ ~ সন্ধ্যা ৬ টা
govt job circular 2023, job news bd,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা