৩৩৫ জন এফএইচপি’তে নিয়োগ Job circular 2023

এফএইচপি’তে ৩৩৫ জন নিয়োগ Job circular 2023 ( FHP) ☞ FHP এর শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৪ টি এবং নিয়োগ দেওয়া হবে ৩৩৫ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি ~ Job circular 2023 ~নিচে দেওয়া হলো৷ সরকারি ~ বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের ওয়েবসাইট বিজিট করুন।

১. পদের নাম ~ সহকারী শাখা ব্যবস্থাপক (এবিএম)
পদ সংখ্যা ~ ৭৫ জন
বেতন স্কেল ~ ১৯,৬৪০৳ ও অন্যান্য সুবিধাদি।
বয়স ~ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষগত যোগ্যতা ~ স্নাতকোত্তর

২. পদের নাম ~ জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক (এসপিও)
পদ সংখ্যা ~ ৯০ জন
বেতন স্কেল ~ ১৮,২০০৳
ও অন্যান্য সুবিধাদি।
বয়স ~ সর্বোচ্চ ৩৪
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক বা সমমান

৩. পদের নাম ~ কর্মসূচী সংগঠক (পিও)
পদ সংখ্যা ~ ১৭০ জন
বেতন স্কেল ~ ১৭,০০০৳ ও অন্যান্য সুবিধাদি
বয়স ~ ২০ -৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ~ এইস,এস,সি বা সমমান

প্রশিক্ষন ~ নিয়োগ প্রাপ্তদের এক মাস সাত দিন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রশিক্ষন ভাতা ~ প্রতি মাসে ৫,০০০/- [পাঁচ হাজার] টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে।

➤প্রত্যেক কর্মীকে বাইসাইকেল/মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে।

আবেদনের নিয়ম ~ আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত [মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুই জন ব্যক্তির নাম ও পরিচয়]
সহ স্বহস্তে লিখিত আবেদন পত্র, সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র
(NID), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপিসহ বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড
প্রসপারিটি (এফএইচপি), প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াঁজো অফিসব্লক এ, রোড-৩, বাড়ি নং-০৯, বনশ্রী, রামপুরা, ঢাকা- ১২১৯ অথবা যে কোন শাখা অফিসে
ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি জমা দেয়া যাবে।

আবেদনের শেষ তারিখ ~ ২১-০৫-২০২৩

1 thought on “৩৩৫ জন এফএইচপি’তে নিয়োগ Job circular 2023”

Leave a Comment