৩৩ জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Govt Job Circular 2023 ➤ কেন্দ্রের শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৪ টি এবং নিয়োগ দেওয়া হবে ৩৩ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি- Job circular 2023 -নিচে দেওয়া হলো৷ সরকারি – বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে / জানতে আমাদের ওয়েবসাইট বিজিট করুন।
বিজ্ঞপ্তি নম্বর :০১/২০২৩
১. পদের নাম ☞ ব্যক্তিগত কর্মকর্তা
পদ সংখ্যা ☞ ১৫ টি
বেতন স্কেল ☞ ১৬০০০-৩৮৬৪০/-{গ্রেড-১০}
শিক্ষাগত যোগ্যতা ☞ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী অথবা সমমান পরীক্ষায় পাসসহ
| প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের টাইপের গতি এবং
| ইংরেজী ও বাংলায় সাটলিপিতে প্রতি মিনিটে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে
এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সনদপত্র প্রাপ্ত হতে হবে।
২. পদের নাম ☞ অফিস সহকারী
পদ সংখ্যা ☞ ১৪ টি
বেতন স্কেল ☞ ৯৩০০-২২৪৯০/-{গ্রেড-১৬}
শিক্ষাগত যোগ্যতা ☞ ন্যূনতম এইচ. এস. সি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
সাটলিপি ও কম্পিউটার টাইপিং-এ জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৩. পদের নাম ☞ ফরাস
পদ সংখ্যা ☞ ২ টি
বেতন স্কেল ☞ ৮২৫০-২০০১০/-{গ্রেড-২০}
শিক্ষাগত যোগ্যতা ☞ নূন্যতম ৮ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন।
৪.পদের নাম ☞ সুইপার { পরিচ্ছন্ন কর্মী}
পদ সংখ্যা ☞ ২ টি
বেতন স্কেল ☞ ৮২৫০-২০০১০/-{গ্রেড-২০}
শিক্ষাগত যোগ্যতা ☞ নূন্যতম ৮ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন।
আবেদন প্রক্রিয়া ☞ http://suprenccourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দরখাস্ত দাখিল করতে পারবেন।
আবেদন শুরুর সময় ☞ ২৬ এপ্রিল ২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ সময় ☞ ১০ মে ২০২৩ খ্রি. বিকাল ০৪.০০ টা।

Nice