Government Jobs

৩৮ জন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির খবর ২০২৩

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে একটি চাকরির খবর প্রকাশ করে। এটি একটি সরকারি চাকরি। বিজ্ঞান গবেষণা পরিষদে লোকবল বাড়ানোর জন্য একটি চাকরির খবর দেওয়া হয়েছে। যারা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরি করতে ইচ্ছুক তারা সময় শেষ হবার আগে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নিচে বিজ্ঞান ও শিপ্ল গবেষণা পরিষদের বিস্তারিত নিচে দেওয়া হলো:-

এক নজরে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির খবর:-

প্রতিষ্ঠানের নাম:বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
পদ সংখ্যা:৩৮ জন
চাকরির ধরন:সরকারি চাকরি
আবেদনের মাধ্যম:অনলাইন
আবেদন ও ফি জমা শুরু:২৯ নভেম্বর ২০২৩
আবেদন ও ফি জমা শেষ:১৮ ডিসেম্বর ২০২৩
ওয়েবসাইট:bcsir21.teletalk.com.bd
২৭ নভেম্বর ২০২৩
চাকরির খবর ২০২৩

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পদ সমূহ চাকরির খবর:-

১-৭. পদের নাম:- সাইন্টিফিক অফিসার— কেমিস্ট্রি- ৫ জন, এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ২, মাইক্রোবায়োলজি- ১, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুইলার বায়োলজি- ১, জুলজি- ২ জন, ফার্মেসি- ১, জিওলোজি এন্ড মাইনিং- ১ জন।
বেতন স্কেল:- ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
পদ সংখ্যা:- ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা:- আবেদন কৃত পদে ১ম বিভাগে বি.এসসি. স্নাতকসহ এম.এস.সি. অথবা ১ম শ্রেণীতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় ২য় বিভাগে। কোন প্রকার তৃতীয় বিভাগে পাশ গ্রহন যোগ্য নয়।

৮-৯. পদের নাম:- ইঞ্জিনিয়ার– ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ১ জন, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১ জন।
পদ সংখ্যা:- ২ জন।
বেতন স্কেল:- ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১০-১২. পদের নাম:- রিসার্চ কেমিস্ট [কেমিস্ট্রি] – ৩ জন, রিসার্চ ফিজিসিস্ট [ফিজিক্স] – ১ জন, রিসার্চ ফার্মাকোলজিস্ট [ফার্মাসি] – ১ জন।
পদ সংখ্যা:- ৫ জন।
বেতন স্কেল:- ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট বিষয়ে বি.এস.সি বা এম.এস.সি পরীক্ষায় ২য় বিভাগে পাশ থাকতে হবে।

১৩. পদের নাম:- টেকনিশিয়ান
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগে উত্তির্ন হতে হবে বা ডিপ্লোমা ধারী হতে হবে।

১৪. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা:- ৫ জন।
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে গতি বাংলা ২৫ শব্দ ও ইংরেজি তে ৩৫ শব্দ।

১৫. পদের নাম:- ইলেক্ট্রিশিয়ান
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬. পদের নাম:- অফিস সহায়ক
পদ সংখ্যা:- ২ জন।
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

১৭. পদের নাম:- ল্যাব এটেনডেন্ট / পিপি; এটেনডেন্ট বা হেলপার।
পদ সংখ্যা:- ৪ জন।
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- অষ্টম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৮. পদের নাম:- সিকিউরিটি গার্ড।
পদ সংখ্যা:- ৩ জন।
বেতন স্কেল:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ২ বছরের অভিজ্ঞতা নিরাপত্তা কর্মে অথবা ভূতপূর্ব প্রতিরক্ষা কর্মচারী।

যে সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবে না:- ১৩ থেকে ১৫ নং পদে নরসিংদী, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ফেনী, জয়পুরহাট, ভোলা, বরিশাল, পিরোজপুর, মাগুরা, রাজশাহী, পিরোজপুর, নোয়াখালী। ১৬ থেকে ১৮ নং পদে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, শরীয়তপুর, জয়পুরহাট, বরগুনা, কুষ্টিয়া, বরিশাল, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নাগরিকরা আর আবেদন করতে পারবে না। তবে ১ থেকে ১২ নং পদের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আবেদনের নিয়মাবলি:-

 • প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযুদ্ধ কোটা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর।
 • সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
 • আবেদনের ওয়েবসাইট https://bcsir21.teletalk.com.bd
 • ফি জমা ও আবেদন শুরুর সময় ২৯ নভেম্বর ২০২৩ সকাল ১০ টা।
 • ফি জমা ও আবেদন শেষ সময় ১৮ নভেম্বর ২০২৩ বিকাল ৫ টা।
 • ১-৯ নং পদের ফি ৬৬৭ টাকা, ১০-১২ নং পদে ৩৩৪ টাকা, ১৩-১৫ নং পদে ২২৩ টাকা, ১৬-১৮ নং পদে ১১২ টাকা জমা দিতে হবে।

অন্যান্য নিয়ম:- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশ পত্র নিয়ে আসতে হবে। https://bcsir21.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন submit করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি sms এর মাধ্যমে জমা দিতে হবে। যারা এখনও আবেদন করেনি তারা আজও আবেদন করতে পারবে।

চাকরির খবর

  সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ জনের চাকরির খবর ২০২৩।

  সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চাকরির খবর জারি করে। তবে উল্লেখ আছে ৮ টি পদে ২৮ জন নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি তে শিক্ষক ও কর্মচারি পদে নিয়োগ হবে। যারা সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান তকরা আবেদন করতে পারবে। প্রত্যেক প্রার্থীকে ফি জমা দিতে হবে। পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো:-

  সংক্ষিপ্ত বিবরণ সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির খবর:-

  প্রতিষ্ঠানের নাম :সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  পদ সংখ্যা :৮ জন
  ফি জমার সময় :submit এর পরে ৭২ ঘন্টা
  আবেদনের শেষ সময় :৭ ডিসেম্বর ২০২৩
  আবেদনের মাধ্যম :ডাকযোগ
  চাকরির ধরন :সরকারি চাকরি
  সূত্র :ইত্তেফাক
  চাকরির খবর ২০২৩

  সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদ সমূহ চাকরির খবর:-

  ১. পদের নাম: অধ্যাপক ঃ গনিত- ১ জন; রসায়ন- ১ জন; পদার্থবিজ্ঞান- ১ জন; কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে- ১ জন।
  পদ সংখ্যা: ৪ জন।
  বেতন: ৫৬,৫০০ – ৭৪,৪০০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০। সহকারী অধ্যাপক পদে ৫ বছরের অভিজ্ঞতা সহ শিক্ষক পদে মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে পিএইচডি ডিগ্রি পাশ। জার্নালে [পিয়ার রিভিউড] সর্বমোট ১২ টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে ৬টি প্রকাশনা। এই ৬ টির মধ্যে Coresponding Author বা First Author হিসাবে ৩ টি তে প্রকাশনা। সব প্রকাশনার দুইটি তে Indexed Jurnal প্রকাশিত।

  ২. পদের নাম: সহযোগী অধ্যাপক ঃ গনিত- ১ জন; পদার্থবিজ্ঞান- ১ জন; কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন; রসায়ন- ১ জন।
  পদ সংখ্যা: ৪ জন।
  বেতন: ৫০,০০০-৭১,০০০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদন কৃত পদে চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০। পিএইচডি ডিগ্রি ও প্রার্থীকে সহকারী অধ্যাপক পদে ৪ বছরের অভিজ্ঞতা সহ মোট ৭ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বমোট ৬ টি প্রকাশনা থাকতে হবে স্বীকৃত জার্নাল (পিয়ার রিভিউড)। সহকারী অধ্যাপকে ৩ টি, First Author / Corresponding Author হিসাবে ২ টি এবং Indexed Jurnal এ ১ টি প্রকাশনা।

  ৩. পদের নাম: সহকারী অধ্যাপক ঃ গনিত- ১ জন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-১ জন, রসায়ন-১ জন ও পদার্থবিজ্ঞান-১ জন।
  পদ সংখ্যা: ৪ জন।
  বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ সহ সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫। প্রার্থীকে প্রভাষক হিসাবে ৩ বছর এবং এমফিল প্রভাষক পদে ২ বছর ও পিএইচডি ডিগ্রি প্রভাষক পদে ১ বছরের অভিজ্ঞতা।

  ৪. পদের নাম: প্রভাষক ঃ পদার্থবিজ্ঞান- ১ জন; গণিত- ২ জন; কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে- ১ জন; রসায়ন- ১ জন।
  পদ সংখ্যা: ৫ জন।
  বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০ পেতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ এর নিচে থাকা যাবে না। উভয় পরীক্ষায় মিলিয়ে জিপিএ ৯ থাকতে হবে।

  ৫. পদের নাম: ল্যাব এ্যাসিস্টেন্ট
  পদ সংখ্যা: ২ জন
  বেতন: ১১,০০০ থেকে ২৯,৫৯০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহন যোগ্য নয়। দ্বিতীয় বিভাগ হতে হবে।

  ৬. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
  পদ সংখ্যা: ৪ জন।
  বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিপিএ ৫ এর মধ্যে ৩ পেতে হবে। কম্পিউটার টাইপিং মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজি তে ৪৫ শব্দ।

  ৭. পদের নাম: ল্যাব এটেনডেন্ট
  পদ সংখ্যা: ১ জন।
  বেতন: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২য় বিভাগে। এই কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  ৮. পদের নাম: অফিস সহায়ক
  পদ সংখ্যা: ৪ জন।
  বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
  যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক পরীক্ষা পাশ জিপিএ ৩.০০।

  চাকরির খবরে আবেদনের সকল নিয়ম:- ক্রমিক নং ১ থেকে ৪ নং পদের জন্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদনের সাথে। ৫ নং থেকে ৮ নং পদের জন্য ২০০ টাকা ফি জমা দিতে হবে। চাকরির খবর আবেদন পত্র আগামী ৭-১২-২০২৩ তারিখ বিকাল ৪ টার মধ্যে রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্হ গেস্ট হাউজঃ বাড়ি নং-৮৯৪, রোড নং-১১, এভিনিউ-২, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌছাতে হবে। সময় এর মধ্যে আবেদন পত্র জমা না হলে আবেদন গ্রহন করা হবে না।

  তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশসন কোম্পানি লিমিটেডে চাকরির খবর

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *