৪২ জন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে সাপ্তাহিক চাকরির খবর
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড:- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৪২ জন সাপ্তাহিক চাকরির খবর। ২৯ আগস্ট ২০২৩ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আমাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। সবার আগে চাকরির খবর জানতে আমাদের সাথে থাকুন যেন আপনাকে সর্বোশেষ জানাতে পারি।এই বিজ্ঞপ্তির সূত্র হলো সমকাল।আমরা নিভূল ভাবে চাকরির খবর দেই যাতে আপনার সুবিধা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ খবর এক নজরে
প্রতিষ্ঠানের নাম:- | ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড |
পদ সংখ্যা:- | ৮ টি |
জন সংখ্যা:- | ৪২ জন |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদনের মাধ্যম:- | অনলাইন |
আবেদন শুরু:- | ১২ অক্টোবর ২০২৩ |
আবেদন শেষ:- | ১ নভেম্বর ২০২৩ |
লিঙ্গ:- | পুরুষ ও নারী |
আবেদন লিংক:- | www.wewb.gov.bd |
সূত্র:- |
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে সাপ্তাহিক চাকরির খবর
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৪২ জন নিয়োগ দেওয়া হবে ৮ টি পদের জন্য। পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো। আবেদন প্রার্থী কে সর্বোনিম্ন জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ গুলো সাজানো হলো যাতে আপনাদের বুঝতে পারেন। এর মধ্যে যে পদ গুলো আপনার পছন্দ হয় এবং যোগ্য সেই পদে আবেদন করুন। একাধিক পদেও আবেদন করতে পারবে। আবেদন প্রার্থীকে সর্বোনিম্ন জেএসসি, এসএসসি এবং স্নাতক বা সমমানের সনদ থাকতে হবে। বেতন হবে গ্রেড ৯ম, ১০তম, ১১তম, ১৩তম, ১৬তম ও ২০তম স্কেল।
১. পদের নাম:- সহকারী পরিচালক
সংখ্যা:- ৫ জন
বেতন:- ৯ম গ্রেড
শিক্ষা:- স্নাতক পরীক্ষায় পাশ। ৪ বৎসর মেয়াদি স্নাতকের ক্ষেত্রে সর্বোনিম্ন ২য় শ্রেনী সনদ থাকতে হবে।
২. পদের নাম:- উপ সহকারী পরিচালক
পদ সংখ্যা:- ৭ জন
বেতন:- গ্রেড ১০ তম
শিক্ষা:- যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমানের পরীক্ষায় পাশ ২য় শ্রেনীতে।
৩. পদের নাম:- হিসাবরক্ষক
পদ সংখ্যা:- ২ জন
বেতন:- গ্রেড ১১ তম
শিক্ষা:- বানিজ্য বিভাগে ২য় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ।
৪. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা:- ১৯ জন
বেতন:- গ্রেড ১৩তম
শিক্ষা:- স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ২য় বিভাগে।
অভিজ্ঞতা:- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজি ২০ শব্দ।
৫. পদের নাম:- স্টোর কিপার
পদ সংখ্যা:- ১ জন
বেতন:- ১৩তম গ্রেড
শিক্ষা:- কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ২য় বিভাগে স্নাতক পরীক্ষায় সনদ ধারী হতে হবে। কম্পিউটারে দক্ষতা।
৬. পদের নাম:- ক্যাশিয়ার
পদ সংখ্যা:- ১ জন
বেতন:- ১৩ গ্রেডে
শিক্ষা:-স্নাতক ২য় শ্রেণী বানিজ্য বিভাগে ও কম্পিউটারে পারদর্শী।
৭. পদের নাম:- ড্রাইভার
পদ সংখ্যা:- ৪ জন
বেতন:- ১৬তম গ্রেড
শিক্ষা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা:- গাড়ি চালানোতে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. পদের নাম:- অফিস সহায়ক
পদ সংখ্যা:- ৩ জন
বেতন:- ২০ তম গ্রেড
শিক্ষা;- শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ।
জেলা:- ক্রমিক ১নং, ২নং ও ৬নং পদের ক্ষেত্রে সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবে। ৩ নং পদের ক্ষেত্রে কুমিল্লা, জামালপুর, নাটোর, নড়াইল এবং দিনাজপুর জেলার নাগরিকরা আবেদন করতে পারবে না। বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া হলো।
আবেদনের জন্য প্রার্থীর যে শর্ত:- আবেদন কারীর বয়স সর্বোনিম্ন ও সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।বিভাগীয় প্রার্থীর বয়স ৪২ বছর। মৌখিক পরীক্ষা দেওয়ার সময় সকল সনদের সত্যায়িত কপি আনতে হবে। আবেদন ফরম পূরণের সত্যায়িত কপি আনতে হবে।
আবেদনের সময়:– অনলাইনে আবেদন করতে হবে সকল প্রার্থীকে। আবেদন শুরু ১২ অক্টোবর ২০২৩ সকাল ১০ টা এবং আবেদন শেষ সময় ১ নভেম্বর ২০২৩ বিকাল ৫ টা। আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। ক্রমিক ১নং ৬৬৯ টাকা, ২নং ৫৫৮ টাকা, ৩নং এর ক্ষেত্রে ৩৩৫ টাকা, ৪নং থেকে ৭নং পদের জন্য ২২৩ টাকা এবং ৮ নং পদের জন্য ১১২ টাকা ফি অফেরত যোগ্য জমা দিতে হবে।
মূল ভবন:- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

৯০ BAFA কোর্স বিমান বাহিনীতে সাপ্তাহিক চাকরির খবর
বিমান বাহিনীত:- ৯০ BAFA কোর্স বিমান বাহিনীতে সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হলো। ৩ টি শাখাতে নিয়োগ দেওয়া হবে। অনেকের ইচ্ছা থাকে বাহিনীতে চাকরি করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদন কারীরা সঠিক সময় বিজ্ঞপ্তি জানতে পারে না। এর ফলে সময় এর মধ্যে আবেদন করতে পারে না। এই সকল সমস্যা দূর করতে আমরা একটি বাহিনী এর ক্যাটাগরি তৈরি করি।যাতে আপনি আবেদন করে দেশের সেবায় থাকতে পারেন।
এক নজরে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:- | বিমান বাহিনী |
চাকরির ধরন:- | সরকারি চাকরি |
পদ সংখ্যা:- | ৩ টি |
বয়স:- | ১৬ থেকে ২২ বছর |
আবেদনের মাধ্যম:- | অনলাইন |
লিঙ্গ:- | পুরুষ ও নারী |
আবেদন লিংক:- | joinairforce.baf.mil.bd |
আবেদন শুরু:- | ১ নভেম্বর ২০২৩ |
আবেদন শেষ:- | ২৪ এপ্রিল ২০২৩ |
সূত্র:- | বাংলাদেশ প্রতিদিন |
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট ৯০ BAFA কোর্সে নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১-১১-২০২৩ থেকে ২৪-০৪-২০২৪ তারিখ পর্যোন্ত। ২৪ জুন ২০২৪ তারিখ সম্ভাব্য যোগদান দিতে হবে। ৩ টি পদে নিয়োগ হবে সেগুলো হলো জিডি(পি), এটিসি ও ফিন্যান্স।আপনি যদি আগ্রহীহন তবে ১ নভেম্বরের পরে আবেদন করতে হবে।পদ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।
১. শাখা:- জিডি(পি)
শিক্ষা:- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৫০ এবং পদার্থ ও সাধারন গণিতে গ্রেড এ থাকতে হবে।
এ-লেভেল এবং GCE ও:- ও লেভেল পদার্থ এবং গণিতসহ ৫ টি বিষয় গ্রেড বি। এ লেভেলে গণিত ও পদার্খ গ্রেড বি।
২. পদের নাম:- এটিসি / এডিডব্ল্রিউমব
শিক্ষা:- ২ পরীক্ষা তে ৪.৫ পেতে হবে। পদার্থ ও সাধারন গনিতে এ পরতে হবে। এডিডব্লিউসি তে আবেদনকৃত প্রার্থীদের ১ বছর প্রশিক্ষণ শেষে নির্ধারন করতে হরে।
GCE ‘ও’ এবং এ লেভেল:- পদার্থ এবং গনিত সহ ৫ টি বিষয় গ্রেড বি। পদার্থ এবং গনিত তে গ্রেড এ পেতে হবে।
৩. পদে নাম:- ফিন্যান্স
শিক্ষা:- সাধারন গণিত এবং হিসাব বিজ্ঞানে এ গ্রেড ও পরীক্ষায় ৪.৫০ পেতে হবে।
GCE ‘ও’ এবং এ লেভেল:- গনিত ও হিসাব বিজ্ঞানে বি গ্রেড এ লেভেলে। একই বিষয় সহ মোট ৫ টি বিষয় বি ও লেভেল।
যোগ্যতা:- প্রত্যক আবেদন কারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবে। অবিবাহিত হতে হবে। বয়স ১৬ থেকে ২২ এর মধ্যে হতে হবে। পুরুষের উচ্চতা ৬৪ ইঞ্চি এবং নারীদের ৬২ ইঞ্চি।প্রশিক্ষন হবে মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ এবং বিমান বাহিনী একাডেমিতে ৩ বছরের। joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০/-, আবেদন শুরু হবে ১ নভেম্বর ২০২৩ এবং শেষ হবে ২৪ এপ্রিল ২০২৪।বিমান বাহিনীর তথ্য কেন্দ্রে, তেজগাঁও ঢাকা ১২১৫ তে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। সাপ্তাহিক চাকরির খবর পেতে সর্বদা এই ওয়েবসাইটের সাথে থাকুন।

জেলা ও দায়রা জজ আদালত বগুড়া সাপ্তাহিক চাকরির খবর ১৯ জন।
বগুড়া সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হয়েছে। বগুড়ার জজ এ ১৯ জন নিয়োগ দেওয়া হবে। ৬ টি পদে মোট ১৯ জন নিয়োগ দেওয়া হবে। সর্বোনিম্ন আবেদন প্রার্থীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বিজ্ঞপ্তি তে সময় শেষ হবার আগে আবেদন করতে হবে। আবেদন করতে দেরি হলে আর পরীক্ষায় অংশ নিতে পাবরেন না। এই সাপ্তাহিক চাকরির খবর এর সর্বনিম্ন পদ হলো অফিস সহায়ক। আবেদনের ক্ষেত্রে সকল নিয়ম নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের নাম:- | জেলা ও দায়রা জজ |
পদ সংখ্যা:- | ১৯ জন |
পদ:- | ৬ টি |
বয়স:- | ১৮ থেকে ৩০ |
আবেদনের মাধ্যম:- | ডাকযোগে |
লিঙ্গ:- | পুরুষ ও নারী |
বয়স:- | ১৮ থেকে ৩০ বছর |
আবেদন শেষ:- | ৩১ অক্টোবর ২০২৩ |
চাকরির ধরন:- | সরকারি চাকরি |
সূত্র:- | জনকন্ঠ |
জেলা ও দায়রা জজ আদালত বগুড়া তে সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হয়েছে। কয়টি পদ, বেতন, পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো:—
১. পদের নাম:- ক্যাশিয়ার
পদ সংখ্যা:- ১ জন
বেতন স্কেল:- ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ থাকতে হবে।
২. পদের নাম:- নাজির
পদ সংখ্যা:- ৭ জন
বেতন স্কেল:- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম:- হিসাবরক্ষক
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে সর্বনিম্ন।
৪. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা:- ৩ জন
বেতন স্কেল:- ৯৩০০ – ২২৪৯০ টাকা।
শিক্ষা:- এইচএসসি সার্টিফিকেট ২য় শ্রেনী হতে হবে।
অভিজ্ঞতা:- কম্পিউটারে টাইপিং ইংরেজি ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দ।
বাকি পদ ২ টি হলো জারীকারক ও অফিস সহায়ক। এই পদ গুলোর সর্বনিম্ন শিক্ষা এসএসসি হতে হবে।সব তথ্য নিচে দেওয়া হলো:–
৪. পদের নাম:- জারীকারক
পদ সংখ্যা:- ২ জন
বেতন স্কেল:- ৮,৫০০ থেকে ২০,৫১০ টাকা।
শিক্ষা:- এইচএসসি সার্টিফিকেট ২য় শ্রেনী হতে হবে।
অভিজ্ঞতা:- কম্পিউটারে টাইপিং ইংরেজি ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দ।
৬. পদের নাম:- অফিস সহায়ক
পদ সংখ্যা:- ৩ জন
বেতন:- ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পরীক্ষার সনদ থাকতে হবে।
জেলা ও দায়রা জজ এর সাপ্তাহিক চাকরির খবর আবেদনের শর্তাবলি :- আবেদন ফরম https://bogra.judiciary.gov.bd থেকে ডাউনলোড করতে হবে। ফরম ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। অবশ্যই অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে। ৩১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বক্সে জমা দিতে হবে। আবেদন ফরম ৩১ অক্টোবর এরমধ্যে দিতে হবে না হলে, জমা নেওয়া হবে না। প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কিন্ত মুক্তিযুদ্ধ কোঠার জন্য ৩২ বছর। ১ থেকে ৪ নং পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নং পদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। সর্বোশেষ সাপ্তাহিক চাকরির খবর পেতে আমাদের সাথে থাকুন।
Pingback: ৪৩ জন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Govt job news bd
Pingback: ২২ জন ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Govt job news bd
Pingback: ত্রিশাল পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। - Govt job news bd
Pingback: ১,০৪১ জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Govt job news bd