৪৩ জন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পার্বত্য জেলা ~➤ বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ৪৩ জন নিয়োগ দেওয়া হবে। ৫ টি পদে ৪৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাশ। আবেদন কারি কে বান্দরবান জেলার নাগরিক হতে হবে। অনলাইনে আবেদন করা যাবে, আবার পার্বত্য জেলা পরিষদে সরাসরি আবেদন করতে পারবে। এই ৫ টি পদের বিস্তারিত নিচে দেওয়া হলো।
১. পদের নাম ~ মেডিকেল টেকনোলজিস্ট { ডেন্টাল }
পদ সংখ্যা ~ ৫ জন
বেতন স্কেল ~ ১২,৫০০ – ৩০,২৩০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ ডেন্টালে মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সনদ থাকতে হবে।
২. পদের নাম ~ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ১১,০০০ – ২৬,৫৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগে।
অন্য যোগ্যতা ~ মুদ্রাক্ষরে গতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলা ২৫ শব্দ।
৩. পদের নাম ~ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ~ ৪ জন
বেতন স্কেল ~ ৯,৩০০ – ২২,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্য যোগ্যতা ~ কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ প্রতি মিনিটে।
৪. পদের নাম ~ স্টোর কিপার
পদ সংখ্যা ~ ৪ জন
বেতন স্কেল ~ ৯৩০০ – ২২৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি সনদ থাকতে হবে।
৫. পদের নাম ~ স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা ~ ২৯ জন
বেতন স্কেল ~ ৯৩০০-২২৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পাশ।
আবেদনের শুরুর সময় ~ ১৫-০৭-২০২৩
আবেদন শেষ সময় ~ ৩০-০৭-২০২৩.
–➤➤➤—-➤➤➤➤➤➤➤➤
নন্দিগ্রাম পৌরসভা কার্যালয়ে ১৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
নন্দিগ্রাম ~ নন্দিগ্রাম পৌরসভা কার্যালয়ের জন্য ১৩ জন লোকবল বাড়ানো লক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই পদ গুলোর মধ্যে কিছু পদে জেএসসি সনদ থাকলেই আবেদন করতে পারবে। সে সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া আছে। কোন বিষয় কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের সাথে প্রতিনিয়ত থাকার জন্য আন্তরিক ভাবে, ধন্যবাদ।
১. পদের নাম ~ সেনেটারী ইন্সপেক্টর
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ১০,২০০ – ২৪,৬৮০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি সনদ থাকতে হবে।
অন্য যোগ্যতা ~ মেডিকেল টেকনোলজি তে সেনেটারী ইন্সপেক্টরশীপ কোর্স থাকতে হবে।
২. পদের নাম ~ বাজার পরিদর্শক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ১০,২০০ – ২৪,৬৮০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম ~ সহকারী কর আদায়কারী
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৭০০ – ২৩,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ স্নাতক অথবা ডিগ্রী পাশ।
৪. পদের নাম ~ স্টোর কিপার
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৭০০-২৩,৪৯০৳
স্নাতক অথবা ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা ~ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম ~ নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯৩০০-২৩৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্য যোগ্যতা ~ ইংরেজিতে ৪০ শব্দ এবং বাংলা ৩০ শব্দ প্রতি মিনিটে টাইপিং গতি থাকতে হবে।
৬. পদের নাম ~ সার্ভেয়ার
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯৭০০-২৩৪৯০৳
শিক্ষাগত যোগ্যতা ~ সার্ভেয়ারশীপ অথবা সমমানাতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
৭. পদের নাম ~ সহকারী লাইসেন্স পরিদর্শক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯৩০০-২২৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ এইচএসসি পাশ।
৮. পদের নাম ~ কার্য সহকারী
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৩০০ – ২২,৪৯০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ এই পদে অভিজ্ঞতা থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
৯. পদের নাম ~ ট্রাক চালক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯,৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ~ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ~ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১০. পদের নাম ~ বিদ্যুৎ হেলপার
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৮,৮০০ – ২১,৩১০ ৳
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি সনদ থাকতে হবে।
১১. পদের নাম ~ রোড রোলার চালক
পদ সংখ্যা ~ ১ জন
বেতন স্কেল ~ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি পাশ।
অভিজ্ঞতা ~ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও লাইসেন্স থাকতে হবে।
১২. পদের নাম ~ অফিস সহকারী
পদ সংখ্যা ~ ২ জন
বেতন স্কেল ~ ৮,২৫০ – ২০,০১০৳
শিক্ষাগত যোগ্যতা ~ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের সময় ও পদ্ধতি ~➤ ৩০-০৭-২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়রের নিকট আবেদন করতে হবে৷