বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরির খবর, govt job circular 2023 ~ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেশূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৫টি এবং নিয়োগ দেওয়া হবে ৫৫০ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি- Job circular 2023 -নিচে দেওয়া হলো৷ সরকারি – বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে / জানতে আমাদের ওয়েবসাইট বিজিট করুন
স্মারক নং – ৪২.০১.০০০০.০৩০.১১.০০৮.২৩-৫৪২
১.পদের নাম ☞ সহকারী প্রকৌশলী {যান্ত্রিক / বিদ্যুৎ
পদ সংখ্যা ☞ ২২ জন
বেতন ☞ ২২০০০ ৫৩০৬০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা উল্লিখিত বিষয়ে Associate Member of the Institute of Engineers এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ । তবে শর্ত থাকে যে , শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না । এবং ( খ ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
২. পদের নাম ☞ গবেষণা কর্মকর্তা {অর্থনীতি}
পদ সংখ্যা ☞ ৫ জন
বেতন ☞ ২২০০০-৫৩০৬০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী ; তবে শর্ত থাকে যে , ক্ষিা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং ( খ ) এমএস ওয়ার্ড , পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালনার অভিজ্ঞতা ।
৩.পদের নাম ☞ জিওলজিস্ট
পদ সংখ্যা ☞ ৪ জন
বেতন ☞ ২২,০০০-৫৩০৬০৳
শিক্ষাগত যোগ্যতা ☞ ক.ভু – তত্ত্ব বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী তবে শর্ত থাকে। যে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ জন গ্রহণযোগ্য হবে না এবং ( খ ) এমএস ওয়ার্ড , পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা ।
৪.পদের নাম ☞ উপ – সহকারী প্রকৌশলী / শাখা কর্মকর্তা {যান্ত্রিক / বিদ্যুৎ}
পদ সংখ্যা ☞১৫ জন
বেতন ☞ ১৬,০০০-৩৮৬৪০৳
শিক্ষাগত যোগ্যতা ☞
ক.যন্ত্র কৌশল , তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা – ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ; তবে শর্ত ১৫ থাকে যে , শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় জন শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং ( খ ) | এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা ।
৫.পদের নাম ☞ সহকারী রাজস্ব কর্মকর্তা
পদ সংখ্যা ☞ ১৩ জন
বেতন ☞ ১১৩০০-২৭৩০০৳
শিক্ষাগত যোগ্যতা ☞
ক.স্নাতক বা সমমানের ডিগ্রীসহ সার্ভে ও সেটেলমেন্ট কাজে অন্যূন ২ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ ☞ ২৮/০৫/২০২৩ খ্রি: বিকাল ৪.০০ টা
আবেদন প্রক্রিয়া ☞ অনলাইন Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms এ
login করে Registration করতে হবে।