৯৮২ জন উপজেলা পরিকল্পনা কেন্দ্রে সাপ্তাহিক চাকরির খবর
উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে সাপ্তাহিক চাকরির খবর:– পরিবার পরিকল্পনা কেন্দ্র একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটি নিয়োগ হবে শুধু মাএ উপজেলা কেন্দ্রিক।এটি এই সাপ্তাহিক চাকরির খবরের মধ্যে একটি বড় বিজ্ঞপ্তি ৯৮২ জনের। কোন পদে কতজন কিভাবে নিয়োগ হবে।সকল তথ্য নিচে আছে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
এক নজরে উপজেলা পরুবার পরিকল্পনা কেন্দ্রে চাকরির খবর
প্রতিষ্ঠানের নাম:- | পরিবার পরিকল্পনা কেন্দ্র |
পদ সংখ্যা:- | ৯৮২ জন |
পদ নং:- | ৭ টি |
চাকরিরর ধরন:- | বেসরকারি চাকরি |
লিঙ্গ:- | পুরুষ এবং নারী |
আবেদনের মাধ্যম:- | ইমেইল |
আবেদন শুরু:- | আবেদন চলছে |
আবেদন শেষ:- | ১৯ অক্টোবর ২০২৩ |
সূত্র:- | আজকালের খবর |
বয়স:- | — |
উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে সাপ্তাহিক চাকরির খবর:-
উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে:- এই বিজ্ঞপ্তি তে ৭ টি পদে ৯৮২ জন নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে এসএসসি পাশ। এই বিজ্ঞপ্তির ৪ অক্টোবর প্রকাশ হয়। এটি আপনার বেকারত্ব দূর করার জন্য ভালো নিয়োগ বিজ্ঞপ্তি। তাই আর দেরি না করে আজই আবেদন করুন।
১. পদের নাম:- উপজেলা আফিসার
পদ সংখ্যা:- ১১০ জন
বেতন:– ৩৪,৯৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও কাজ:- স্নাতক অথবা সমমানেন সার্টিফিকেট থাকতে হবে। এর কাজ হলো সকল কর্মকর্তাদের নিয়ে কাজ করা ও প্রতিবেদন করা উপজেলা পর্যায়।
২. পদের নাম:- ইউনিট অফিসার
পদ সংখ্যা:- ১১৫ জন
বেতন:- ৩১,২৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও কাজ:- স্নাতকোত্তর বা বিএ পরীক্ষা পাশ ও গুরুপের সকল কাজ মনিটরিং করতে হবে।
৩. পদের নাম:– পরিবার পরিকল্পনা পরিদর্শক
পদ সংখ্যা:– ১১৫ জন
বেতন:- ২৬,২৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও কাজ:- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উপজেলা পর্যায় সকল কাজ মনিটরিং করতে হবে পরিদর্শক পদে থেকে।
৪. পদের নাম:- কমিউনিটি ম্যানেজার
পদ সংখ্যা:- ১১৯ জন
বেতন:- ২৪,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও কাজ:- এইচএসসি সনদ থাকতে হবে এবং সকল কাজ মনিটরিং করা।
বাকি ৩ টি পদ হলো সহকারী ও কর্মী এতে অনেক লোক নিয়োগ দেওয়া হবে। আপনার যদি উপরের কোন পদ পছন্দ না হয় তবে নিচের ৩ টি পদের মধ্যে যে কোন পদে আবেদন করতে পারবেন। পদ ৩ টি হল:–
৫. পদের নাম:- অফিস সহকারী
পদ সংখ্যা:- ১১৫ জন
বেতন:- ২৩,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও কাজ:– মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম:- ইউনিয়ন কর্মকর্তা
পদ সংখ্যা:– ১৪৮ জন
বেতন:– ২২,১০০ টাকা
শিক্ষা:- উচ্চ মাধ্যমিক সনদ থাকতে হবে।
৭. পদের নাম:- স্বাস্থ্য কর্মী
পদ সংখ্যা:- ২৬০ জন
বেতন:- ২০,৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:– এসএসসি পরীক্ষায় পাশ।
সকল শর্তাবলি:–
আবেদন কারীকে এক কপি রঙ্গিন ছবি, সকল সনদ পত্র, ১৯ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন অবশ্যই ই-মেইল এ পাঠাতে হবে। সকল প্রার্থী ২ বা ৩ টি পদে আবেদন করতে পারবে না। সবাইকে একটি পদে আবেদন করতে হবে। সকল পদে পুরুষ ও নারী আবেদন করতে পারবে। সময় বেশি দিন নাই তাই আজই ই-মেইল এ আবেদন করুন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটালে ৩ জনের সাপ্তাহিক চাকরির খবর
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল:- বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল ৩ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ টি পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। একাধিক বেসরকারি চাকরির খবর এই পোষ্টে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিজের বেকারত্ব দূর করতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন যাতে, সর্বোশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি একটি বিস্বস্থ্য ওয়েবসাইট, যেখানে সকল সাপ্তাহিক চাকরির খবর পাবেন।
এক নজরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:- | বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল |
পদ:- | ৩ টি |
পদ সংখ্যা:- | ৩ জন |
চাকরির ধবন:- | সরকারি চাকরি |
আবেদন লিংক:- | bicm.gov.bd |
আবেদন শুরু:- | —— |
আবেদন শেষ:- | ২২ অক্টোবর ২০২৩ |
লিঙ্গ:- | — |
সূত্র:- | প্রথম আলো |
আবেদন মাধ্যম:- | পত্র/ ডাকযোগে |
নিচে পদ গুলোর সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো। এটি একটি সরকারি চাকরি। মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের পাওয়া না গেলে অন্যদের নেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ২২ অক্টোবর হলো আবেদন এর শেষদিন।২২ অক্টোবর এর পরে কেউ আবেদন করতে পারবে না। আবেদন পত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। বিস্তারিত:-
১. পদের নাম:- পরিচালক (স্টাডিজ)
পদ সংখ্যা:- ১ জন
বেতন:- ১,৯৫,২৫০ টাকা
শিক্ষা:- স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফিন্যান্স, ব্যবস্থাপক, হিসাববিজ্ঞান, অর্থনীতি, গনিত, ব্যাংকিং ও অন্যন্য বিভাগে।
বয়স:- ৫৫ বছর।
২. পদের নাম:- সহকারী রেজিস্ট্রার
পদ সংখ্যা:- ১ জন
বেতন:- ৫৫,৪০০ টাকা।
শিক্ষা:- স্নাতক অথবা সমমানেন সনদ থাকতে হবে।
বয়স:- ৩০ বছর।
৩. পদের নাম:- গাড়ী চালক
পদ সংখ্যা:- ১ জন
বেতন:- ২১,৭০০ টাকা।
শিক্ষা:- মাধ্যমিক পরীক্ষা পাশ।
অভিজ্ঞতা:- মোটার গাড়ী চালানোর ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে সাপ্তাহিক চাকরির খবর।
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ:- এই কলেজ ৩ টি পদে ৩ জন নিয়োগ দিবে। আপনি যদি কোন পদের ক্ষেত্রে আগ্রহীহন তব দ্রুত আবেদন করুন। সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান govtjobnewsbd.com। আপনাদের জানার জন্য সকল প্রকার মন্তব্য গ্রহন করা হয়। এই বিজ্ঞপ্তি এর জেএসসি পাশ হলো সব চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত নিচে দেওয়া হলো।
এক নজরে সকল পদ কলেজের
প্রতিষ্ঠানের নাম~ | ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ |
পদ:- | ৩টি |
পদ সংখ্যা:- | ৩ জন |
বয়স:- | ৩৫ বছর |
চাকরির ধরন~ | বেসরকারি |
আবেদন শুরু~ | চলছে |
আবেদন শেষ~ | ২০ অক্টোবর ২০২৩ |
ফি~ | ১,০০০ ও ৫০০ টাকা |
সূত্র~ | বাংলাদেশ প্রতিদিন |
আবেদনের মাধ্যম~ | সরাসরি |
১. পদের নাম:- উপাধ্যক্ষ
বেতন স্কেল:- আলোচনা সাপেক্ষে।
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষাগত যোগ্যতা:- সরকারি বিধি অনুযায়ী।
২. পদের নাম:- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
বেতন:- আলোচনা সাপেক্ষে
পদ সংখ্যা:- ১ জন
বয়স:- ৩৫ বছর
শিক্ষা:- সরকারি নিয়োগ বিধি অনুযায়ী।
৩. পদের নাম:- আয়া
বেতন:- আলোচনা
পদ সংখ্যা:- ১ জন
বয়স:- ৩৫ বছর
শিক্ষা:- জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে সাপ্তাহিক চাকরির খবর দেওয়া হয়। ১ নং পদের জন্য ১,০০০ টাকা ও ২নং পদের জন্য ৫০০ টাকা পে-অর্ডার করতে হবে। ২ কপি রঙ্গিন ছবি, সকল সনদ পত্র, জাতীয় পরিচয় পত্র নিয়ে অধ্যক্ষ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে এর নিকট জমা দিতে হবে। এই পদে উপজাতিও আবেদন করতে পাবে। আবেদন শুরু হইছে। আবেদন এর শেষ সময় ২০ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। পদ গুলো উপরে দেওয়া আছে।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্রে সাপ্তাহিক চাকরির খবর ২০২৩
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্রতিবারের ও মত আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম পাশ থাকলেও অনেক পদে আবেদন করতে পারবেন। নিচে পদ গুলো সাজানো হলো, পদ সংখ্যা ১০টি। আপনি যদি বেসরকারি চাকরির করতে চান তবে এই বিজ্ঞপ্তি আপনার জন্য। যত তারাতারি সম্ভব আবেদন করুন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ১০ অক্টোবর ২০২৩ তারিখরে মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন পত্র খামে ভরে নিচের ঠিকানাতে পাঠাতে হবে।বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স,কোন্ডা দক্ষিন কেরাণীগজ্ঞ, ১৩১১ ঢাকা। ১ থেকে ৯ নং পর্যন্ত পদের ক্ষেত্রে অভিজ্ঞতা বেশি থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
এক নজরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাপ্তাহিক চাকরির খবর
প্রতিষ্ঠানের নাম:- | বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াৱ কমপ্লেক্স |
পদ:- | ১০ টি |
পদ সংখ্যা:- | ৮৪ জন |
চাকরির ধরন:- | বেসরকারি চাকরি |
আবেদন শেষ সময়:- | ১০ অক্টোবর ২০২৩ |
সূত্র:- | বাংলাদেশ প্রতিদিন |
আবেদনের মাধ্যম:- | সরাসরি |
বেতন স্কেল:- | আলোচনা সাপেক্ষ |
বয়স:- | অনিদিষ্ট |
কাজের স্থান:- | যে কোন এলকায় |
১. পদের নাম:- ল্যাব অ্যাসিস্টেন্ট
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষা:- উক্ত পদে ডিপ্লোমা ধারী হতে হবে।
অভিজ্ঞতা:- সর্বনিম্ন ২ থেকে ৩ বছর থাকতে হবে।
২. পদের নাম:- ল্যাব অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষা:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ থাকতে হবে।
৩. পদের নাম:- সিনিয়র অপারেটর
পদ সংখ্যা:- ২৭ জন
শিক্ষা:- এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা:- প্রিন্টিং, লুম, লেমিনেশন, ফর্ক লিফট ও স্লিটিক্স-কাটেক্স মেশিনে অভিজ্ঞতা ৩ থেকে ৫ বছর।
৪. পদের নাম:- জুনিয়র অপারেটর
পদ সংখ্যা:- ২৪ জন
শিক্ষা:- জেএসসি পরীক্ষায় পাশ।
অভিজ্ঞতা:- ১ থেকে ৩ বছরের।
৫. পদের নাম:- ফোরম্যান বা সিঃ ফোরম্যান বা হুনি: ফোরম্যান – মেকানিক্যাল
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষা:- সর্বোনিম্ন এসএসসি পাশ অথবা ডিপ্লোমা ধারী হতে হবে।
অভিজ্ঞতা:- ১০ থেকে ১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
৬. পদের নাম:- সিনিয়র মেক্যানিক্স
পদ সংখ্যা:- ২ জন
শিক্ষা:- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা:- মেকানিক্যাল ডিপ্লোমা ধারী হতে হবে এবং ৫ থেকে ৭ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
৭. পদের নাম:- মেক্যানিক্স
পদ সংখ্যা:- ২ জন
শিক্ষা:- জেএসসি পরীক্ষায় সনদ ধারী হতে হবে।
অভিজ্ঞতা:- ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. পদের নাম:- জুনিয়র মেক্যানিক্স
পদ সংখ্যা:- ১ জন
শিক্ষা:- অষ্টম শ্রেণির পাশ।
অভিজ্ঞতা:- ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা।
৯. পদের নাম:- সিনিয়র ইলেক্ট্রিশিয়ান
পদ সংখ্যা:- ২ জন
শিক্ষা:- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও ডিপ্লোমা ধারী হতে হবে।
অভিজ্ঞতা:- ৩-৫ বছর।
১০. পদের নাম:- হেলপার / ট্রেইনী
পদ সংখ্যা:- ২৩ জন
শিক্ষা ও অভিজ্ঞতা:- অষ্টম পাশ হতে হবে।
একাধিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই একটি সাপ্তাহিক চাকরির খবর। কোন বিষয় জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার পছন্দ মত যে কোন বিজ্ঞপ্তি তে আবেদন করতে পারবেন। অথবা সকল বিজ্ঞপ্তি তে আবেদন করতে পারবেন।
Pingback: সাপ্তাহিক চাকরির খবর ৪ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে - Govt job news bd
Pingback: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ১১৮ জন সাপ্তাহিক চাকরির খবর ২০২৩ - Govt job news bd
Pingback: buy viagra 25mg