উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৪ -

উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৪

উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ

Read more: Unlimited best temp mail.

পদ সংখ্যা ৫৫০
স্মারক নং-মা/শি/ক/স্বাঃ/কে/২৮৫২৩৮৫,
নিয়োগ-০৩,
গভঃ রেজি.নং-১৭৯৬৫৪/০৮

১.পদের নাম ☞ কমিউনিটি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা ☞ বিএ/সমমান, নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরী করতে হবে।
বেতন-২৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ৯০ জন

২.পদের নাম ☞ পরিবার পরিকল্পনা পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচ.এস.সি/সমমান, নিজ ইউনিয়ন পর্যায়ে মেটানিটিক ক্লিনিক পরিচালনার মনমানসিকতা থাকতে হবে। বেতন-২৮,৫০০/-
পদ সংখ্যা☞ ১১০ জন

৩.পদের নাম ☞ ইউনিয়ন পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞এইচ.এস.সি/সমমান। কমিউনিটি ক্লিনিক পরিচালনা
করার দক্ষতা থাকতে হবে। বেতন-২৬,৫০০/
পদ সংখ্যা ☞ ১২০ জন

৪.পদের নাম ☞অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচএসসি / এসএসসি ইউনিয়ন অফিসে সকল কাজ করতে হবে।
বেতন ☞ ২১,৫০০/-
পদ সংখ্যা ☞ ৮০ জন

৫.পদের নাম ☞ সেবক/সেবিকা
শিক্ষাগত যোগ্যতা ☞ এস.এস.সি/অষ্টম শ্রেণী, ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে।
বেতন ☞ ১৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ১৫০ জন

আবেদন প্রক্রিয়া ☞ বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে
শুধুমাত্র ই-মেইলের maosishubd@gmail.com মাধ্যমে দরখাস্ত
পাঠাতে হবে।
২) বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা,
ভাতা, উৎসব ভাতা, অব্যহত ছুটির ভাতা, স্বাস্থ্য বিমাসহ এককালীন ভাতা,
ল্যাপটপ, মটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া হবে। ছাত্র/ছাত্রীদের পার্টটাইম/ফুলটাইম কাজ করার সুযোগ উৎপাদন-দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া ১
হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৭ দিনব্যাপী আবাসিক/অনাবাসিক
প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়ত ভাতা টিএডিএ প্রদান করা হবে।
বরাবর, পরিচালক, (স্বাস্থ্য বিভাগ) মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র বেতন
৪.ল্যাবটের
বেতনঃ
প্রধান কার্যালয়: বাড়ি-৩২০, রোড-৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, বারিধারা, ঢাকা-১২০৬।

ই-মেইলঃ maosishubd@gmail.com

সূত্র: যায়যায়দিন ১০/০৪/২০২৩ ইং পৃ:৫

________________________________________

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির খবর ২০২৪

 

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির খবর প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি তে ১ টি পদে নিয়োগ দেওয়া হবে। পদটি হলো Office Shohayok। চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি সকল চাকরির খবর পেতে এই ওয়েবসাইটের সাথে থাকুন।

পদের নাম : Office Shohayok
পদ সংখ্যা : ১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা : H.S.C pass, At least 4 years of experience in relevant fiield; Experience in working with Government will be an added advantage.
Duration: 26 Month (tentative) initial contract as regular basis and renewable based on performance and availability of fund. Location: National Malaria Elimination and ATD Control Program Office, DGHS, Mohakhali, Dhaka – 1212.
~~~~~➤➤➤➤➤

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির খবর ২০২৪।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি
পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৩ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১ টি পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে। দৈনিক মজুরির মাধ্যমে ১৩ জন চাকরি দেওয়া হবে। যদি কেউ উক্ত পদের জন্য আগ্রহী ও যোগ্যতা থাকে তবে উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। মহিলারা ও আবেদন করতে পারবে। তাবে শুধু মাত্র মহিলা দের জন্য পদ সংরক্ষিত থাকবে।
পদের নাম: বিলিং সহকারী “দৈনিক মজুরীর মাধ্যমে ৮০০ টাকা” মহিলাদের জন্য পদ সংরক্ষিত থাকবে।
পদ সংখ্যা: ১৩ জন।
যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। প্রার্থীকে বাংলায় ১০ ও ইংরেজিতে ৩০ টি শব্দ প্রতি মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।
চাঁদপুর জেলার চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার যোগ্য মহিলারা আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে www.pbs2.chandpur.gov.bd এই ওয়েবসাইট থেকে A4 সাইজের কাগজে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আগামী ১০-১০-২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, রালদিয়া, বাবুরহাট, চাঁদপুর বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌছাতে হবে। সরাসরি আবেদন গ্রহন করা হবে না। চাকরির খবর এর বিস্তারিত ওই ডাউনলোড কপি তে থাকবে।

Leave a Comment