জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরে চাকরির খবর Job Circular 2023 __জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরে শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৭ টি এবং নিয়োগ দেওয়া হবে ৪৫ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি- Job circular 2023 -নিচে দেওয়া হলো৷ সরকারি – বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে / জানতে আমাদের ওয়েবসাইট বিজিট করুন..
১.পদের নাম ☞ গবেষণাগার সহকারী
বেতন ☞ ৯৭০০-২৩৪৯০/-
পদ সংখ্যা ☞ ২ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী; এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে
২.পদের নাম ☞ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর
বেতন ☞ ৯৩০০-২২৪৯০/-
পদ সংখ্যা ☞ ৮ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-৩ মোতাবেক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন।
৩.পদের নাম ☞ অফিস সহকারীকাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন ☞ ৯৩০০-২২৪৯০/-
পদ সংখ্যা ☞ ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতিমিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজী ২০ শব্দ।
৪.পদের নাম ☞ ক্যামেরাম্যান
বেতন ☞ ৯৩০০-২২৪৯০/-
পদের সংখ্যা ☞ ৬ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং ডিজিটাল স্টীল ক্যামেরায় ছবি ধারণ, সংরক্ষণ ও প্রিন্ট করার ও ভিডিও ক্যামেরা পরিচালনায় অন্যূন ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৫.পদের নাম ☞ সহকারী হিসাবরক্ষক
বেতন ☞ ৯৩০০-২২৪৯০/-
পদ সংখ্যা ☞ ৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ☞ বাণিজ্যে অন্যন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
৬.পদের নাম ☞ গাড়ীচালক
বেতন ☞ ৯৩০০২২৪৯০/-
পদ সংখ্যা ☞ ০১ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের | পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৭.পদের নাম ☞ সংগ্রহকারী।
বেতন☞ ৮৫০০-২০৫৭০
পদ সংখ্যা ☞৬ জন
শিক্ষাগত যোগ্যতা ☞ কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বিজ্ঞানে | অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন— নং ১-৬ পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, সিলেট মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। (তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী। কোটার প্রার্থীগণ সকল জেলা থেকে সকল পদে আবেদন করতে পারবেন)। নং ৭ পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ☞http://dncrp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে
আবেদন শুরুর তারিখ ও সময় ☞ ১২.০৪.২০২৩ সকাল ১০.০০ টা
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়☞০২.০৫.২০২৩ বিকাল ৫.০০ টা
Thank you for your Job Circular 2023