মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৩ Job circular 2023

মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৩ Job circular 2023 ☞ মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৫টি এবং নিয়োগ দেওয়া হবে ৫৫০ জনকে। পদ গুলেতে সকল জেলার নাগরিকগন আবেদন করতে পারবে। সম্পর্ন বিজ্ঞপ্তি- Job circular 2023 -নিচে দেওয়া হলো৷ সরকারি – বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে / জানতে আমাদের ওয়েবসাইট বিজিট করুন

স্মারক নং-মা/শি/ক/স্বাঃ/কে/২৮৫২৩৮৫,
নিয়োগ-০৩,
গভঃ রেজি.নং-১৭৯৬৫৪/০৮
১.পদের নাম ☞ কমিউনিটি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা ☞ বিএ/সমমান, নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরী করতে হবে।
বেতন-২৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ৯০ জন


২.পদের নাম ☞ পরিবার পরিকল্পনা পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচ.এস.সি/সমমান, নিজ ইউনিয়ন পর্যায়ে মেটানিটিক ক্লিনিক পরিচালনার মনমানসিকতা থাকতে হবে।

বেতন-২৮,৫০০/-
পদ সংখ্যা☞ ১১০ জন


৩.পদের নাম ☞ ইউনিয়ন পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা ☞এইচ.এস.সি/সমমান। কমিউনিটি ক্লিনিক পরিচালনা
করার দক্ষতা থাকতে হবে।

বেতন-২৬,৫০০/
পদ সংখ্যা ☞ ১২০ জন


৪.পদের নাম ☞অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা ☞ এইচএসসি / এসএসসি ইউনিয়ন অফিসে সকল কাজ করতে হবে।
বেতন ☞ ২১,৫০০/-
পদ সংখ্যা ☞ ৮০ জন


৫.পদের নাম ☞ সেবক/সেবিকা
শিক্ষাগত যোগ্যতা ☞ এস.এস.সি/অষ্টম শ্রেণী, ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে।
বেতন ☞ ১৯,৫০০/-
পদ সংখ্যা ☞ ১৫০ জন

আবেদন প্রক্রিয়া ☞ বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে
শুধুমাত্র ই-মেইলের maosishubd@gmail.com মাধ্যমে দরখাস্ত
পাঠাতে হবে।


➤ বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা,
ভাতা, উৎসব ভাতা, অব্যহত ছুটির ভাতা, স্বাস্থ্য বিমাসহ এককালীন ভাতা,
ল্যাপটপ, মটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া হবে। ছাত্র/ছাত্রীদের পার্টটাইম/ফুলটাইম কাজ করার সুযোগ উৎপাদন-দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া ১
হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৭ দিনব্যাপী আবাসিক/অনাবাসিক
প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়ত ভাতা টিএডিএ প্রদান করা হবে।
বরাবর, পরিচালক, (স্বাস্থ্য বিভাগ) মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র বেতন


প্রধান কার্যালয়: বাড়ি-৩২০, রোড-৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, বারিধারা, ঢাকা-১২০৬।

ই-মেইলঃ maosishubd@gmail.com

সূত্র: যায়যায়দিন ১০/০৪/২০২৩ ইং পৃ:৫

52 thoughts on “মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৩ Job circular 2023”

    • বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে। বিজ্ঞপ্তি প্রকাশ হয় ১০-৪২০২৩. এখন আর সময় নাই। তবে যমুনা গুরুপে নিয়োগ দিবে -৩৯০ জন। এটা ১ম এ পোস্ট করা আছে। আপনি চাইলে ওই বিজ্ঞপ্তি টি দেখতে পারেন।
      ধন্যবাদ

      Reply
  1. আজকে আমি আবেদন করতে চাই,,আবেদন এর তারিখ কি শেষ হয়েছে??জানাবেন প্লীজ

    Reply
  2. বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে। বিজ্ঞপ্তি প্রকাশ হয় ১০-৪২০২৩. এখন আর সময় নাই। তবে যমুনা গুরুপে নিয়োগ দিবে -৩৯০ জন। এটা ১ম এ পোস্ট করা আছে। আপনি চাইলে ওই বিজ্ঞপ্তি টি দেখতে পারেন।
    ধন্যবাদ
    https://govtjobnewsbd.com/%e0%a7%a9%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/

    Reply
    • ৩৩৫ জন এফএইচপি’তে নিয়োগ দেয়া হবে। আপনি এইটা করতে পারবেন। লিংক পোস্ট & কমেন্টে দেওয়া আছে।
      ধন্যবাদ।

      Reply
      • আমি করতে চাই এখন কি আবেদন করা যাবে

        Reply
        • ৩৩৫ জন এফএইচপি’তে আবেদন করতে পারবেন , এই পোস্টে লিংক দেওয়া আছে। এছাড়াও অনেক পোস্ট করা আছে। আবেদন এর নিয়ম পোস্টের নিচে দেওয়া আছে। ধন্যবাদ, শুভ কামনা রইলো আপনার জন্য।

          Reply
  3. আপনার যারা আবেদন করেছেন আপনাদের কি কেউ ফোন দিয়ে ইমেল নিয়ে একটা নির্বাচিত ফরম দিয়েছে।।। ফরম ইমেল করে দিলাম তো এখন 290 টাকা চাই এটা সঠিক নাকি ভুয়া। প্লিজ বলবেন কেউ???

    Reply
    • কেউ আমাকে জানাই নাই টাকা এর বিষয়। তবে টাকা না দিলেই ভালো হবে। অনেক গুলো সরকারি চাকরির পোস্ট করা হয়েছে। আপনি ওই গুলোতে আবেদন করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ।

      Reply
    • এটাতে আবেদন এর সময় শেষ, ৩৩৫ জন এফএইচপি’তে নিয়োগ দেয়া হবে। এর লিংক এই পোস্টে দেওয়া আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য

      Reply
  4. খুব জরুরি দয়া করে রিপ্লাই দিবেন।আজ এবং আগামী ৩১ তারিখ সূর্যের হাসি ও মা ও শিশু ক্লিনিক এ একটা সার্কুলার দিসিলো সেটার লাস্ট ডেট। সার্কুলার পোস্ট করা হয়েছিল ক্লিনিক দুইটার অনলাইন পেইজ থেকে।এই বিষয় এ কিছু জানলে প্লিজ জানান।

    Reply
  5. কেউ কি জানেন,এই বিজ্ঞপ্তি টার ডেট আছে কিনা?

    Reply
  6. সেবিকা পদে আবেদন করতে চাই করা যাবে কি দয়া করে জানাবেন

    Reply

Leave a Comment