৮ম শ্রেনী ৭নং প্রশ্ন – বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ পালনের আনোয়ার অতীত হতে চলে আসছে ভারতে। তবে বাংলাদেশে যেভাবে আয়োজন করে বাংলা নববর্ষ পালন করা হয়। সেই ভাবে ভারতে পালন হতো না, এখন হচ্ছে। বাংলাদেশে আছে প্রাণের ছোঁয়া আর আবেগভরা বিভিন্ন অনুষ্ঠান। বাংলা নববর্ষের মেলা। এই ইলিশ-পান্তা থেকে নারকেল, বাতাসা, দই-মিষ্টি খাওয়ার রেওয়াজ আছে। বর্তমানে অনেকটা ভারতে শুরু হয়েছে।

ক. কত সালে ছায়ানট প্রতিষ্ঠিত হয়?
খ. বলী খেলাকে আবদুল জব্বারের বলী খেলা ও বলা হয়ে থাকে কিন্তু কেন বলা হয়?
গ. উদ্দীপকের বক্তব্যে বাংলা নববর্ষ প্রবন্ধে উল্লিখিত কোন বিষয়টির প্রতি ইশারা করে, বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকটি বাংলা নববর্ষ প্রবন্ধের সামগ্রিক ধারন করে কি বলে মনে করো? ব্যাখ্যা করো।

ক. উওর ~ ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠিত হয়।

খ. উত্তর ~ আবদুল জব্বার নামের ব্যক্তি বলী খেলার প্রবর্তন করে এই জন্য একে আবদুল জব্বারের বলী খেলা বলা হয়।

আঞ্চলিক উৎসব একটি বলী খেলা। ১৯০৭ সাল থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম এ লালদিঘি ময়দান ও নানা স্থানে এই খেলা আয়োজন করা হয়। কুস্তি খেলার প্রবর্তন করে আবদুল জব্বার নামেন ব্যক্তি। এই জন্য আবদুল জব্বারের বলা হয় বলী খেলা।

গ. উত্তর ~ উদ্দীপকের বক্তব্য বাংলা নববর্ষ প্রবন্ধে বাংলাদেশে আড়ম্বরপূর্ণ পরিবেশে নববর্ষ উদযাপনের প্রতি ইশারা করে।
বাংলা নববর্ষ প্রবন্ধে প্রাবন্ধিক এদেশে এর জনমনে বাংলা নববর্ষের গভীর প্রভাব কে তুলে ধরা হয়েছে। সুদূর অতীত থেকে এই জনপদে বাংলা নববর্ষ বিশেষ গুরুত্বপূর্ণ বহন করত। বর্তমানে দেশের সর্ব পর্যায়ে মানুষের অংশ গ্রহনে অনেক উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ পালিত করা হয়।

ভারতে নববর্ষ উদযাপনের প্রসঙ্গে উপস্থাপিত করা হয়ে থাকে। এখানে নববর্ষ উদযাপন প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশে সাড়ম্বরে বৈশাখ পালন করেছে৷ সেভাবেই, বাংলা নববর্ষ প্রবন্ধেও প্রাবন্ধিক এই দেশে বাংলা নববর্ষ পালনের বিভিন্ন আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে৷ পহেলা বৈশাখী মেলা থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা, হালখাতা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলাদেশ নববর্ষ উদযাপনের যে আবেগ, প্রানের ছোঁয়া খেয়াল করা হয়েছে সেভাবে ভারতে দেখা যায় না

Leave a Comment